বোমা মেরে সালমানের গাড়ি-বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
Published: 14th, April 2025 GMT
গত কয়েকমাস ধরেই একের পর এক হুমকি দেওয়া হচ্ছে সালমান খানকে। এবার সপরিবারে তাকে হত্যার হুমকি দেওয়া হলো। শুধু তাই নয় তার বাড়ি-গাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। সালমানের হত্যার হুমকিবার্তার খবর ছড়াতেই নতুন করে শঙ্কিত বলিউড।
মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে এমন হুমকির মেসেজটি পাঠানো হয়েছে। এ ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি পাঠিয়েছে, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
হুমকির বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতকারীরা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সালমানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছে। একইসঙ্গে বিস্ফোরণে তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
সেই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ওরলি থানায় মামলা দায়ের হয়েছে। যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ দীর্ঘদিন ধরেই তারা সালমান খানকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকী গত বছর অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের যোগ ছিল।
বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের শত্রুতা নতুন নয়। ‘হাম সাথ-সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল অভিনেতার বিরুদ্ধে। তারপর থেকেই বিভিন্ন সময়ে সালমানকে খুনের হুমকি দেওয়া হয়। গত বছর সালমান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি খুন হওয়ার পর অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়।
তবে তার আগেই সলমনের বাড়ির সামনে গুলি চলার ঘটনায় আলোড়ন পড়ে গেছিল। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল বিষ্ণোই গ্যাংয়েরই সদস্যরা। মাঝে আবার সালমানকে শর্তও দেওয়া হয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে। বলা হয়েছিল, তাঁর কাছে দুটি রাস্তা রয়েছে। একটি হল কোনও এক বিষ্ণোই সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া, অথবা বেঁচে থাকার জন্য ৫ কোটি টাকা দেওয়া। এই সময়ে সিকান্দার সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের ভাইজান। যদিও কোনও টাকা তিনি দিয়েছেন, এমন তথ্য সামনে আসেনি।
লাগাতার হুমকি পাওয়ার জন্য সালমানের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি বর্তমানে অভিনেতা ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন।
এরই মধ্যে রোববার সালমান খানকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাই ছাড়তে দেখা গেছে। তাঁর নিরাপত্তারক্ষী শেরাকে রীতিমতো উদ্বিগ্ন দেখা গেছে। আলোকচিত্রীরা কিছুতেই এদিন ভাইজানের আশপাশে ঘেঁষতে পারেননি। আজকের খবর অভিনেতার প্রাণসংশয়ের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমবিএ সুযোগ, বাংলা মাধ্যমে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দুই বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামে জুলাই ২০২৫ সেশনে ১০ম ব্যাচে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
কোর্সের দরকারি তথ্য—
১. কোর্সটি বাংলা মাধ্যমে হবে।
২.এটি উন্মুক্ত ও দূরশিক্ষণে মাধ্যমে পরিচালিত হবে।
৩ . সারা দেশের ২৮টি স্টাডি সেন্টারে এমবিএ প্রোগ্রাম পরিচালিত হবে।
৪. অনলাইনে ভর্তির জন্য
প্রোগ্রামের যোগ্যতা—
১. মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এমবিএ বাংলা প্রোগ্রামে ভর্তির জন্য বিবেচিত হবেন।
২. বিবিএ ডিগ্রিধারীরা শিক্ষার্থীরা আগের ৯ম ব্যাচের তৃতীয় সেমিস্টারের সঙ্গে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করাসহ সব কার্যক্রমে অংশ নিতে পারবেন।
৩. তিন বছর মেয়াদি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
৪. দুই বছর মেয়াদি স্নাতকেরা আবেদন করতে পারবেন না। তবে কমপক্ষে এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন।
৫. শিক্ষাগত যোগ্যতার সব সনদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
৬. মৌখিক পরীক্ষার সময় নম্বরপত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে।
ভর্তিসংক্রান্ত তথ্য—
১. আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫।
২. আবেদন ফি: এক হাজার টাকা।
৩. আবেদনপত্র বাছাই ও মৌখিক পরীক্ষার তারিখ: ৭ জুন ও ১৪ জুন ২০২৫।
৪. মেধাতালিকা প্রকাশের তারিখ: ১৬ জুন ২০২৫।
৫. ভর্তির তারিখ: ১৭ জুন থেকে ১৭ জুলাই ২০২৫।
৬. ওরিয়েন্টেশন ক্লাস: ২৫ জুলাই ও ১ আগস্ট ২০২৫।
৭. টিউটোরিয়াল ক্লাস: ৮ আগস্ট ২০২৫।
১২টি আঞ্চলিক কেন্দ্র—
১. আঞ্চলিক কেন্দ্র, ঢাকা: ০১৯৭৩৯১১০৩২
২. আঞ্চলিক কেন্দ্র, চট্টগ্রাম: ০১৯১১২৫০০৬৭
৩. আঞ্চলিক কেন্দ্র, রাজশাহী: ০১৭১২৫০৩১২৩
৪. আঞ্চলিক কেন্দ্র, খুলনা: ০১৯১৩৭৬৭৪২১
৫. আঞ্চলিক কেন্দ্র, সিলেট: ০১৭১২৮৫১২৯০
৬. আঞ্চলিক কেন্দ্র, বরিশাল: ০১৬১৮১১৭৪২৩
৭. আঞ্চলিক কেন্দ্র, রংপুর: ০১৭১৯৫১৫৬৮০
৮. আঞ্চলিক কেন্দ্র, ময়মনসিংহ: ০১৭২০১১৮৬৫৫
৯. আঞ্চলিক কেন্দ্র, কুমিল্লা: ০১৯১৭৭১০৩০৪
১০. আঞ্চলিক কেন্দ্র, বগুড়া: ০১৭১৭৪৯৬৯৩১
১১. আঞ্চলিক কেন্দ্র, যশোর: ০১৭১৯৬২৪০৬৫
১২. আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুর: ০১৭১৮১৬৪১২৪
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে