টিএসসিতে ‘ভালো কাজের হালখাতায়’ লেখা মনের কথা
Published: 14th, April 2025 GMT
পয়লা বৈশাখে মনের ইচ্ছা প্রাণ খুলে লেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের দিকের দেয়ালে ‘ভালো কাজের হালখাতা' নাম দিয়ে ডিজিটাল ব্যানার রাখা হয়েছে।
সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখা, ডিজিটাল ব্যানারে যার যার খুশি মতো লিখছেন।
আরো পড়ুন:
ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ, বৈষম্যহীনতার বার্তা
সেনাপ্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
ব্যানারের ওপরের দিকের মাঝখানে লেখা ‘ভালো কাজের হালখাতা'। আর তার বাঁ পাশে লেখা ‘যাহা পাইতে চাই’। ডান পাশে লেখা ‘যাহা হারাইতে চাই’। নিচের দিকে সাধারণ দর্শনার্থীদের মনের কথা লেখার জন্য ফাঁকা রাখা হয়েছে। লেখার জন্য দুটি মার্কারও রাখা হয়েছে।
সোমবার বিকালে গিয়ে দেখা যায়, একঝাঁক দর্শনার্থী ব্যানারে লিখছেন, যা খুশি তাই লিখছেন। সেখানে ভিড় কোনোভাবেই শেষ হচ্ছিল না।
ব্যানারের ‘যাহা কিছু পাইতে চাই’ অংশে বেশ কিছু লেখা নজর কেড়েছে। এসব লেখার মধ্যে রয়েছে, ‘ইউনূস সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই’, ‘হাসিনার ফাঁসি চাই’, ‘হাসিনা-মোদীর বিয়ে চাই’, ‘উন্নত মানসিকতার ভালো সমাজ চাই’, ‘নিরাপদ সড়ক চাই’, ‘কুয়েটে রাজনীতি বন্ধ চাই’, ‘নববর্ষ উপলক্ষে ধর্মনিরপেক্ষ সরকার চাই’।
আরো লেখা দেখা গেছে সেখানে। কেউ কেউ লিখেছেন, ‘বউ হতে চাই’। কেউ লিখেছেন, ‘সুন্দর বউ চাই’, ‘হ্যান্ডসাম স্বামী চাই’, ‘কুমিলৃলা বিভাগ চাই’।
‘যাহা কিছু হারাইতে চাই’ অংশের উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে- ‘পুরাতন গাধা দলগুলো থেকে মুক্তি চাই’, ‘জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি বন্ধ চাই’, ‘ইসরায়েলের ধ্বংস চাই’, ‘আওয়ামী লীগ চাই না’। এমন অনেক লেখা রয়েছে সেখানে।
ব্যানারে লিখছিলেন এমন একজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনি বলেন, “এখন তো শোভাযাত্রাটি ঐতিহাসিক হয়ে গেল। এ ধরনের আরো মৌলিক জিনিস আছে বলে আমার ধারণা। প্রশাসনের উচিত হবে এমন উদ্যোগ আরো নেওয়া।”
ঢাকা/সৌরভ/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পয়ল ব শ খ নববর ষ
এছাড়াও পড়ুন:
গরমে স্বস্তির পানীয়
চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী
ফ্রুট পাঞ্চ
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
কোল্ড ডেভিনশন
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
স্মোক ম্যাংগো ধামাকা
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ব্লু মুন ড্রিংকস
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।