দেশেজুড়ে ব্যাংকের ১০৪টি শাখা ও ৫৭টি উপশাখায় আনন্দমুখর আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৪৩তম বার্ষিকী উদযাপন করেছে এবি ব্যাংক।

এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনসহ একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা রবিবার (১৩ এপ্রিল) ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম ও মো.

এস্কান্দার মিয়া, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিভিন্ন শাখায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসব অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকরা তাদের বক্তব্যে ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী, শুভাকাঙ্ক্ষী ও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে ব্যাংকের প্রতি তাদের অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ দেন।

ঢাকা/সুমন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

গরমে স্বস্তির পানীয়

চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী

ফ্রুট পাঞ্চ  
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

কোল্ড ডেভিনশন  
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে। 

স্মোক ম্যাংগো ধামাকা   
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ব্লু মুন ড্রিংকস  
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।

সম্পর্কিত নিবন্ধ