পিএসএলে সেঞ্চুরি করে হেয়ার ড্রায়ার পেলেন ইংলিশ ব্যাটার
Published: 14th, April 2025 GMT
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে ডেভিড ওয়ার্নারের করাচি কিংস। ওই ম্যাচে মুলতানের ২৩৪ রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করেন জেমস ভিন্স।
করাচি রান তাড়ায় নেমে ৭৯ রানে ৪ উইকেট হারায়। সেখান থেকে সেঞ্চুরি করে ম্যাচ জেতানোয় দুটি পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ভিন্স। এর মধ্য একটি ম্যাচ সেরার পুরস্কার। অন্যটি মোস্ট রিলায়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ (নির্ভরযোগ্য খেলোয়াড়)।
ওই রিলায়েবল ক্রিকেটারের পুরস্কার হিসেবে তিনি একটি ডউলেন্স ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার পুরস্কার পেয়েছেন। তার হাতে যখন পুরস্কার তুলে দেওয়া হয় সতীর্থরা ‘ভিন্স, ভিন্ন.
ক্রিকেটে এর আগেও অপ্রথাগত পুরস্কার দিতে দেখা গেছে। এর আগে ব্লেন্ডার, জমির প্লট, লন মাউয়ার (ঘাস কাটা মেশিন), সম্মানজনক নাগরিকত্ব প্রদানের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য এই হেয়ার ড্রায়ার উপহার দেওয়া নিয়ে মশকরা চলছে। এক্সে এক ভক্ত লিখেছেন, ‘পরেরবার একটা টিফিন বক্স দেওয়া যেতে পারে।’ একজন লিখেছেন, ‘পরবর্তী পুরস্কার কি রুটি মেকার।’ পিএসএলের সমালোচনা করে এক ভক্ত লিখেছেন, ‘আপনারা পিএসএলকে অপমান করছেন, নাকি এটাকে এগিয়ে নিচ্ছেন?’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রতি ছক্কায়, প্রতি উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য ১ লাখ রুপি
ব্যাটসম্যান মারবেন ছক্কা, বোলার নেবেন উইকেট—পাকিস্তানের পিএসএলে মুলতান সুলতানসের এসব সাফল্যে হাসি ফুটবে ফিলিস্তিনেও। এবারের পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে তাদের জন্য তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি।
গতকাল মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে ১৫ লাখ রুপি। টুর্নামেন্টে আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে মুলতান।
ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’
মুলতান সুলতানসের খেলোয়াড়েরা ফিলিস্তিন শিশুদের জন্য অনুদান দিচ্ছেন।