‘আয়রনম্যান ২’ বা বিভিন্ন বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর সিনেমায় আমরা বিভিন্ন ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তির ব্যবহার দেখেছি। ২০১০ সালে ‘আয়রনম্যান’ সিনেমায় টনি স্টার্ক ভার্চ্যুয়াল ত্রিমাত্রিক হলোগ্রাম প্রযুক্তির দারুণ এক নিদর্শন দেখিয়েছিলেন। এবার সিনেমায় দেখা সেই প্রযুক্তির আদলে বিশ্বের প্রথম স্পর্শনির্ভর ত্রিমাত্রিক হলোগ্রাম তৈরি করেছেন স্পেনের পাবলিক ইউনিভার্সিটি অব নাভাররার একদল বিজ্ঞানী। ইলাস্টিক ডিফিউজার স্ট্রিপ ব্যবহার করে তৈরি ত্রিমাত্রিক হলোগ্রামটি হাত দিয়ে অনুভবও করা যাবে বলে দাবি করেছেন তাঁরা।

হলোগ্রাম সাধারণত সুইপ্ট ভলিউমেট্রিক ডিসপ্লে ব্যবহার করে তৈরি করা হয়। যার অর্থ প্রতি সেকেন্ডে প্রায় তিন হাজার বার বিভিন্ন উচ্চতায় একটি শক্ত স্পন্দিত পৃষ্ঠের ওপর চিত্র প্রক্ষেপণ করা হয়। একে বিজ্ঞানের ভাষায় ডিফিউজার বলা হয়। এর ফলে বিশেষ চশমা ছাড়াই ত্রিমাত্রিক বস্তু দেখা যায়। ডিফিউজার এত দ্রুত চলে, যা মানুষের চোখে প্রায় অদৃশ্য থাকে।

আরও পড়ুনবিভিন্ন দেশের ‘হলোগ্রাফিক' শিক্ষকেরা পড়াবেন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে২৫ জানুয়ারি ২০২৪

বিজ্ঞানীদের তথ্যমতে, ফ্লেক্সিবল সিস্টেম তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত উপাদান হিসেবে ইলাস্টিক ব্যান্ড বেছে নেওয়া হয়েছে। এর ফলে স্পর্শনির্ভর স্মার্টফোনের পর্দায় যেভাবে ত্রিমাত্রিক ছবি দেখা যায় ঠিক সেভাবে ত্রিমাত্রিক হলোগ্রাম দেখার সময় স্পর্শ করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, হলোগ্রাফি হচ্ছে এমন একধরনের ফটোগ্রাফিক প্রযুক্তি, যা কোনো বস্তুর ত্রিমাত্রিক ছবি তৈরিতে ব্যবহার করা হয়। এ প্রযুক্তিতে তৈরি করা ত্রিমাত্রিক ছবি ‘হলোগ্রাম’ নামে পরিচিত।

সূত্র: নিউ অ্যাটলাস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত র ম ত র ক হল গ র ম ব যবহ র স পর শ ন র ভর

এছাড়াও পড়ুন:

গরমে স্বস্তির পানীয়

চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী

ফ্রুট পাঞ্চ  
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

কোল্ড ডেভিনশন  
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে। 

স্মোক ম্যাংগো ধামাকা   
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ব্লু মুন ড্রিংকস  
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।

সম্পর্কিত নিবন্ধ