পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়া রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচে বেঞ্চে কাটাতে হয়েছে। তবে দলটির দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়ে দারুণ বোলিং করেছেন তিনি। 

কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে রিশাদ হোসেনের লাহোর শুরুতে ব্যাট করে ২১৯ রান করে। রিশাদ ১ বল খেলে ১ রান করতে পারেন। 

জবাবে নামা কোয়েটা ১৪০ রানে অলআউট হয়। রিশাদ ৪ ওভার হাত ঘুরিয়ে ৩১ রানে নেন ৩ উইকেট। তিনি ঝড় তোলা কোয়েটার ব্যাটার রাইলি রুশোকে সাজঘরে পাঠান। রুশো ১৯ বলে চারটি করে চার ও ছক্কায় ৪৪ রান করেন। এছাড়া লোয়ারের মোহাম্মদ আমির ও আবরার আহমদকে তুলে নেন রিশাদ। 

ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি। ৩ রানে কোয়েটার ২ উইকেট তুলে নেওয়া পাকিস্তানের বাঁ-হাতি পেসার বলেন, ‘আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেননি, রিশাদ ছিল ওই জায়গায় সেরা পছন্দ।’ 

লাহোরের হয়ে বড় জয়ের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ফখর জামান ও স্যাম বিলিংস। ফখর ৩৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। সাতটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি। বিলিংস ১৯ বলে চারটি করে চার ও ছক্কায় ৫০ রান করেন।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসএল র ন কর

এছাড়াও পড়ুন:

প্রতি ছক্কায়, প্রতি উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য ১ লাখ রুপি

ব্যাটসম্যান মারবেন ছক্কা, বোলার নেবেন উইকেট—পাকিস্তানের পিএসএলে মুলতান সুলতানসের এসব সাফল্যে হাসি ফুটবে ফিলিস্তিনেও। এবারের পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে তাদের জন্য তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি।

গতকাল মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে ১৫ লাখ রুপি। টুর্নামেন্টে আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে মুলতান।

ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’

মুলতান সুলতানসের খেলোয়াড়েরা ফিলিস্তিন শিশুদের জন্য অনুদান দিচ্ছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ছক্কার ঝড় তুলে এক মাসে ৪ সেঞ্চুরি করা কে এই সাহিবজাদা
  • পিএসএলে বিধ্বংসী সেঞ্চুরি করে পেলেন চুল শুকানোর মেশিন
  • ‘বাংলাদেশি ভাই’ রিশাদকে ‘গেম চেঞ্জার’ বললেন পাকিস্তানি মালিক
  • পিএসএলে সেঞ্চুরি করে হেয়ার ড্রায়ার পেলেন ইংলিশ ব্যাটার 
  • পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ
  • পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট, জিতেছে তাঁর দলও
  • পিএসএলে ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দিচ্ছেন রিজওয়ানরা
  • প্রতি ছক্কায়, প্রতি উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য ১ লাখ রুপি