যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী কমিউটার ট্রেন ‘বেতনা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি সাড়ে ১০টার দিকে যশোর রেলওয়ে জংশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে পেছনের কোচটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল কাজ শুরু করে। পরে লাইনচ্যুত হওয়া শেষ কোচটি বিচ্ছিন্ন করে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে ছেড়ে যায়। লাইনচ্যুত ট্রেনটি সরানোর কাজ চলছে। পাশাপাশি বিকল্প লাইন থাকায় রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়াতে এক ঘণ্টা সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: যশ র ট র ন ল ইনচ য ত ল ইনচ য ত ট র নট র লওয়
এছাড়াও পড়ুন:
গরমে স্বস্তির পানীয়
চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী
ফ্রুট পাঞ্চ
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
কোল্ড ডেভিনশন
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
স্মোক ম্যাংগো ধামাকা
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ব্লু মুন ড্রিংকস
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।