গাজায় ইসরায়েলের হামলায় আরও ৩৭ জন নিহত
Published: 14th, April 2025 GMT
গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত আছে। গতকাল রোববারও সেখানে ইসরায়েলের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে এক পরিবারের ছয় ভাইও রয়েছেন। তাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে অনাহারে থাকা ফিলিস্তিনিদের খাদ্যসহায়তা দিতে কাজ করতেন।
এ ছাড়া গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার পর হুড়োহুড়িতে হাসপাতালে ভর্তি আহত এক শিশু মারা গেছে।
গাজা সিটিতে এটাই ছিল সর্বশেষ সম্পূর্ণ সচল হাসপাতাল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় হাসপাতালটির আইসিইউ ও অস্ত্রোপচার বিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দ্বিতল হাসপাতাল ভবনটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেটি থেকে বড় আগুন ও ধোঁয়া বেরিয়ে আসছে।
গাজা সিটিতে রোববার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর আহত এক ব্যক্তিকে সরিয়ে নেওয়া হচ্ছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল র
এছাড়াও পড়ুন:
সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন
দেশের সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পাঁচটি বিদ্যালয়ের নাম ছিল নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুর নামে। বাকি দুটির মধ্যে একটির নাম বঙ্গবন্ধুর নামে ও আরেকটির নাম যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে।
এই সাত বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ৮ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
যেসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলোর মধ্যে গোপালগঞ্জ সদরের ১৭৫ নম্বর হাতিকাটা শেখ মনি জ্ঞানেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম করা হয়েছে ১৭৫ নম্বর জ্ঞানেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াদ্দা নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরলক্ষ্মীপুর নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিরদা চৌধুরীপাড়া আলহাজ নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম গিরদা চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাল্লা আলহাজ নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ বালিয়াপাড়া নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দক্ষিণ বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
এ ছাড়া কিশোরগঞ্জ সদরের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বত্রিশ নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।