ফরাসি লিগ ‘আঁ’র পর শিরোপা নির্ধারণের প্রায় শেষ পর্বে পৌঁছে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। লিগ জিততে লিভারপুলের প্রয়োজন ৬ ম্যাচ থেকে মাত্র ৬ পয়েন্ট। তবে ইংল্যান্ডের মতো শিরোপার নিষ্পত্তিটা সহজে হচ্ছে না স্পেন–ইতালি–জার্মানিতে। তিনটি লিগেই শেষ মুহূর্তে ওলট–পালট হতে পুরো চিত্র।

স্পেনে শিরোপার জন্য লড়ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, শুরুতে লড়াইয়ে থাকলেও আপাতত পিছিয়ে পড়েছে আতলেতিকো মাদ্রিদ। ইতালিয়ান লিগ সিরি আতে লড়াইটা ইন্টার মিলান ও নাপোলির আর জার্মান বুন্দেসলিগায় লড়ছে বায়ার্ন মিউনিখ ও লেভারকুসেন।

উৎসবের অপেক্ষায় লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাভাগ্য একরকম নির্ধারিত হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু লিভারপুলের উদ্‌যাপনে মেতে ওঠার। গতকাল ওয়েস্ট হামকে হারানোর পর লিভারপুলের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। আর সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৩।

আরও পড়ুনসালাহর রেকর্ডে শিরোপা থেকে ৬ পয়েন্ট দূরে লিভারপুল১৭ ঘণ্টা আগে

এখন পরের দুই ম্যাচে লেস্টার সিটি এবং টটেনহামের বিপক্ষে জিতলেই ট্রফি নিশ্চিত হবে ‘অল রেড’দের। তবে ইপসউইচের বিপক্ষে আর্সেনাল যদি হেরে যায়, তবে লেস্টারের বিপক্ষে ম্যাচটা জিতলেই লিভারপুলের চলবে। সব মিলিয়ে এই লিগে এখন চোখ থাকবে সেরা চারে কারা থাকবে, সেদিকে।  

পাশার দান বদলাতে পারবে রিয়াল

স্প্যানিশ লা লিগায় এখন বাকি ৭ ম্যাচ। ৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের পার্থক্য ৪। অর্থাৎ পরের ম্যাচে ৭ ম্যাচে ৪ পয়েন্টের ব্যবধান মেটাতে পারলেই শিরোপা ধরে রাখতে পারবে রিয়াল।

আরও পড়ুনএমবাপ্পের লাল কার্ডও ঠেকাতে পারল না রিয়ালের জয়১৬ ঘণ্টা আগে

সর্বশেষ ম্যাচে বার্সা ১–০ গোলে হারিয়েছিল লেগানেসকে আর রিয়াল একই ব্যবধানে হারায় আলাভেসকে। এই লিগে শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে উঠতে পারে ১১ মে মাঠে গড়াতে যাওয়া রিয়াল–বার্সার এল ক্লাসিকো। কে জানে, হয়তো সেই ম্যাচ দিয়েই হয়তো নির্ধারিত হবে লা লিগার শিরোপা।

নাপোলি কি ইন্টারকে ধরতে পারবে

ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে শিরোপা লড়াইয়ে এখন ইন্টার মিলান ও নাপোলি। ৩২ ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট ৭১। এক ম্যাচ কম খেলে নাপোলির পয়েন্ট ৬৫। তবে আজ রাতে নাপোলি যদি এম্পোলিকে হারাতে পারে তবে এই ব্যবধান নেমে আসবে তিনে।

আরও পড়ুনম্যারাডোনা, নাপোলি এবং এক অমর ভালোবাসার গল্প ৩০ অক্টোবর ২০২৪

তবে আগের ম্যাচে বোলোনিয়ার সঙ্গে ড্র না করলে আরও ভালো অবস্থানে থাকতে পারত নেপলসের ক্লাবটি। আজ অবশ্য পয়েন্ট হারানোর সুযোগ নেই নাপোলির। এই ম্যাচে পয়েন্ট হারানো মানে লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়া। আর নাপোলি যদি এই ম্যাচ জেতে তবে ইন্টারের সঙ্গে সামনের দিনে লড়াইটা আরও জমিয়ে তুলতে পারবে তারা।

বায়ার্ন ফেবারিট, আশা আছে লেভারকুসেনেরও

গত মৌসুমে সবাইকে চমকে দিয়ে বুন্দেসলিগার শিরোপা জিতেছিল লেভারকুসেন। এবারও শিরোপা লড়াইয়ে আছে তারা। তবে গতবারের মতো দাপট দেখাতে পারেনি জাবি আলোনসোর দল। এরপরও অবশ্য শিরোপা জেতার সুযোগ আছে দলটির। লিগে শেষ ৫ ম্যাচে লেভারকুসেন যদি পুরোনো ছন্দ ফিরিয়ে আনতে পারে, তবে দারুণ কিছু হয়েও যেতে পারে।

২৯ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৬৯। সমান ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬৩। এমন পরিস্থিতিতে শুধু নিজেদের জয়ই যথেষ্ট নয়। তাকিয়ে থাকতে হবে বায়ার্নের হারের দিকেও। তবে নিজেদের কাজটুকু অন্তত সেরে রাখতে পারে তারা। অন্যদিকে এগিয়ে থাকা বায়ার্নেরও সতর্ক থাকতে হবে। একটু ভুলেই বদলে যেতে পারে সব দৃশ্যপট।  

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ট র

এছাড়াও পড়ুন:

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এনসিপির

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করে চাল ও ভোজ্যতেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় আনার দাবি জানিয়েছে তারা।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এই দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেল ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ ছাড়া কয়েক দিন ধরে বাজারে চালের দামেও বেশ অস্থিতিশীলতা লক্ষ করা যাচ্ছে; যা জনদুর্ভোগ তৈরি করছে। গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে বিগত রমজান মাস থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও শাকসবজির দাম স্থিতিশীল থাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে। কিন্তু হঠাৎ এমন মূল্যবৃদ্ধি জনদুর্ভোগকে ত্বরান্বিত করবে।

আরও পড়ুনসয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকা৭ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চাপ তৈরি করছে। শুধু ব্যবসায়ীদের দাবিতে নয়, বরং ভোক্তা সংগঠন ও শ্রমজীবী নাগরিকের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে দাম নির্ধারণই হবে সবচেয়ে গ্রহণযোগ্য ও ন্যায্য। তাই জনস্বার্থে সরকারকে চাল, ভোজ্যতেলসহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নির্ধারণে ভোক্তাদের অভিমত ও অধিকার-সংশ্লিষ্ট বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।

আরও পড়ুনসয়াবিন তেলের মূল্যবৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ