কুমিল্লায় নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার পহেলা বৈশাখের সকাল ৮টায় জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
এরপর নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার জামতলা থেকে শুরু হয়ে বৈশাখী শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দ শোভাযাত্রায় মোগল আমলের রাজকীয় সাজ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, কনুই জাল, নবদম্পতি সাজ, ঘুড়ি, মাছ ধরার পলো ও নানা রঙের বেলুন শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হানসহ অন্যরা।
এছাড়া কুমিল্লা প্রেসক্লাব, সচেতন সাংস্কৃতিক ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে নববর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী বৈশাখী মেলা। নগরীর রাজগঞ্জ এলাকায় চলছে দুদিন ব্যাপী মাছের মেলা।
এদিকে নতুন বছরকে ঘিরে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করা হয়। অন্যদিকে দিনটি উপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করছে।
দিনটি ঘিরে কুমিল্লা ময়নামতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এছাড়া অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনা টিকেটে প্রবেশ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে নতুন বছরকে ঘিরে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙ্গালি খাবারের আয়োজন থাকছে।
এদিকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজনে। নতুনকে স্বাগত জানানোর উৎসবের দিনে কুমিল্লা টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
বৈশাখী শোভাযাত্রাসহ তিনদিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ল নববর ষ অন ষ ঠ ন ব এনপ র নববর ষ
এছাড়াও পড়ুন:
ডাক্তার মমতাজ বেগম ইউনিভার্সিটিতে পয়লা বৈশাখ উদযাপিত
কিশোরগঞ্জের ভৈরবে ডাক্তার মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক বাংলা বর্ষবরণ উদযাপনের লক্ষ্যে পয়লা বৈশাখ (১৪ এপ্রিল, সোমবার) দিনের শুরুতে নিজস্ব ক্যাম্পাসে বৈশাখী ভোজ (পান্তা ভাত), বর্ণাঢ্য র্যালি এবং আলপনা উৎসবের আয়োজন করা হয়।
ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক অনুষ্ঠান উদ্বোধন করে সকলকে বাংলা নববর্ষ-১৪৩২ (পয়লা বৈশাখ) এর শুভেচ্ছা জানান এবং নতুন বছরে সবার শান্তি, সুস্থতা, সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তিনি তার বক্তৃতায় বলেন, “বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আপামর জনগণের যে ভ্রাতৃপ্রেম ও সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটে তা রাষ্ট্রের সৌন্দর্য ও অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা নববর্ষ উদযাপন আমাদের লালিত ঐতিহ্যকে সুদৃঢ় করে নিঃসন্দেহে।”
বাংলা নববর্ষ-১৪৩২ (পয়লা বৈশাখ) উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জাকির হোসেন, ইউনিভার্সিটির সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এএফএম নাজমুস সাদাত, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. আশেক-আল-আজিজ, বিজনেস অনুষদের ডিন ড. আকিম. এম. রহমান।
এছাড়া সব বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এবং বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত বাংলা বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়।
এছাড়া ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বন্দরনগরী ভৈরবস্থ মেঘনা নদীর তীরে আয়োজিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈশাখী মেলায় দুইটি স্টল নিয়ে অংশগ্রহণ করেছে, যেখানে ফ্রি হেলথ ক্যাম্প ও অ্যাডমিশন প্রমোশন স্টরের মাধ্যমে মেলায় আগত আগ্রহীদের ভর্তি বিষয়ক বিভিন্ন তথ্য প্রদানসহ সহস্রাধিক মানুষকে ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে ব্লাড প্রেশার, ব্লাড গ্রুপিং, ওজন মাপা, ইত্যাদি সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্বতঃস্ফুর্তভাবে বাংলা নববর্ষ-১৪৩২ পালন করেন।
ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক বৈশাখী মেলায় উপস্থিত হয়ে ভৈরব আয়োজক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-এর সদস্যদের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং একইসাথে তিনি তার শিক্ষাপ্রতিষ্ঠান ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে বিভিন্ন তথ্য সবার সাথে শেয়ার করেন।
ঢাকা/সুমন/এসবি