ক্রসবারে মেসির দুই ফ্রি কক, অফসাইডে বাতিল সুয়ারেজের গোল
Published: 14th, April 2025 GMT
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগদানের পর এবারই প্রথম শিকাগোতে খেলতে গিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারকে দেখতে শিকাগো ফায়ারের স্টেডিয়ামে হাজির হয়েছিলেন রেকর্ড ৬২ হাজার ৩৫৮ দর্শক।
ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধে মেসি এবং তার দল মায়ামি পারেনি নিজেদের মেলে ধরতে। দ্বিতীয়ার্ধে মেসি সুযোগ তৈরি করেছিলেন। ফ্রি কিকে দারুণ শটও নিয়েছিলেন। কিন্তু ক্রসবারের বাধায় গোল পাননি। এছাড়া লুইস সুয়ারেজ গোল করেছিলেন। কিন্তু অফসাইডে বাতিল হয়ে যায় গোল। তাতে গোলশূন্য ড্রয়ে শেষ হয় মায়ামি ও শিকাগোর ম্যাচ।
টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে মেসির মায়ামি কিছুটা ব্যাকফুটে। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারালেন তারা। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে মায়ামির পয়েন্ট ১৫। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস।
এই ম্যাচের তিন মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু বক্সের বাইরে থেকে তার নেওয়া শট আঙুল ছুঁয়ে ফিরিয়ে দেন গোল রক্ষক ক্রিস ব্রাডি। প্রথমার্ধে এরপর তেমন জোরাল আক্রমণ হয়নি। দুই দলের ফরোয়ার্ডরাই ছিলেন নিষ্প্রভ। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় মায়ামি। মেসির নেওয়া শট প্রতিহত হয় ক্রসবারে। এরপর ম্যাচের শেষ লগ্নে ৮৫ মিনিটে আরেকটি ফ্রি কিক পায় মায়ামি। এবারও মেসির শট ক্রসবারের বাধায় জালে জড়ায়নি। শেষ পর্যন্ত হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় মায়ামি ও মেসিকে।
একেবারে শেষ সময়ে মেসির বাড়ানো পাসে জাল খুঁজে পান সুয়ারেজ। কিন্তু অফসাইডে তার গোল বাতিল করেন রেফারি। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক রসব র প রথম
এছাড়াও পড়ুন:
শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয়: জেমস
গণমাধ্যমের মুখোমুখি খুব বেশি হন না নগরবাউল জেমস। অনেকটা সময় পর গণমাধ্যমের সঙ্গে কথা বললেন। এ আলাপচারিতায় রাজনীতি নিয়ে তার ভাবনার কথাও জানিয়েছেন।
কথার এক পর্যায়ে সঞ্চালক জানতে চান, কখনো রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন কি না? সরল স্বীকারোক্তিতে জেমস বলেন, “ও আসেই। জীবনে অনেক এসেছে।”
রাজনীতি নিয়ে জেমসের দর্শন কী? এ প্রশ্নের জবাবও দিয়েছেন স্বল্পভাষী জেমস। তার কথায়, “আমি একজন শিল্পী, শিল্পীরা রাজনীতিসচেতন হতে পারেন। কিন্তু তাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে মনে করি না। আর যদি রাজনীতি করতেই হয়, সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত।”
আরো পড়ুন:
ভারতীয় সিনেমায় অমির গান
‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী মানসী কত টাকা পুরস্কার পেলেন?
অসংখ্যা দর্শকপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তবে দীর্ঘদিন ধরে নতুন গান প্রকাশ করেননি। এ বিষয়ে তিনি বলেন, “নতুন গান নিয়ে চিন্তাভাবনা করছি। কিছু গানের কাজ চলছে। হঠাৎ করে দেখবেন যে গান চলে এসেছে। এরপর থেকে গান আসতেই থাকবে, আসতেই থাকবে।”
দেশে-বিদেশে বেশ কিছু আয়োজন রয়েছে জেমসের। আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় যাবেন। সেখানে ২ ও ৯ মে গান শোনাবেন। এরপর লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানান শ্রোতাদের ‘গুরু’।
১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম জেমসের। জেমসের ছোট ভাই রুশো এখনো আছেন নওগাঁয়, দেখাশোনা করেন পারিবারিক ব্যবসা। ভক্তরা জানেন, জেমস বেড়ে উঠেছেন চট্টগ্রামে। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম। জেমস নামটি রেখেছিলেন তার বাবা মোজাম্মেল হক। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আর মা জাহানারা খাতুন ছিলেন গৃহিণী। জেমসের তিন সন্তান—ছেলে দানেশ, মেয়ে জান্নাত ও জাহান।
ঢাকা/রাহাত/শান্ত