সিলেটে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছে। আজ সোমবার পহেলা বৈশাখের সকাল থেকে শুরু হয়েছে আনন্দ শুভযাত্রাসহ বিভিন্ন লোকজ অনুষ্ঠান। তবে আজ সকালে বের হওয়া জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় নামমাত্র গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করতে দেখা গেছে।

সকাল সাড়ে আটটার দিকে এ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্লু স্কুল অ্যান্ড কলেজে গিয়ে অনুষ্ঠানে মিলিত হয়। সেখানে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের শোভাযাত্রায় সিটি কর্পোরেশন, পুলিশ লাইন স্কুল, টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নিজ নিজ ব্যানারে অংশ নেয়। শোভাযাত্রায় উল্লেখযোগ্য কাউকে চোখে পড়েনি।

সকাল সাড়ে দশটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন শোভাযাত্রা করে। পরে লোকজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরমা নদীর তীরে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি অনুষ্ঠানের আয়োজন করেছে। বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর শাহী ইদগাহ মাঠে বৈশাখী মেলা চলছে।

আজ বিকেলে বিকেলে জেলা মহানগর বিএনপি রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের করবে। এছাড়া সকাল থেকে নগরীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে নানা অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আনন দ শ ভ য ত র আনন দ শ ভ য ত র অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

ছবিতে রমনার বটমূলের বর্ষবরণ

২ / ৯নববর্ষকে আবাহন জানিয়ে সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো...’

সম্পর্কিত নিবন্ধ

  • নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলা, মূল অভিযুক্ত বললেন, ‘আমাদের ভুল হয়ে গেছে’
  • বাচসাস’র বর্ষবরণ ও কার্যালয় উদ্বোধন
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বর্ষবরণ
  • বর্ষবরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের মারধরের অভিযোগ
  • বর্ষবরণ শোভাযাত্রায় ডিসি-এসপির সঙ্গে মামলার আসামি আ.লীগ নেতা
  • বর্ণিল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
  • দেশজুড়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা
  • কুড়িগ্রামে বর্ষবরণে নানা আয়োজন
  • রমনা বটমূলে গান–কবিতা–উচ্ছ্বাসে ছায়ানটের বর্ষবরণ, বিভাজন ভাঙার প্রত্যয়
  • ছবিতে রমনার বটমূলের বর্ষবরণ