অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত তথ্য খোঁজার সুযোগ দিতে সম্প্রতি ‘সার্কেল টু সার্চ’ সুবিধা চালু করেছে গুগল। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে স্মার্টফোনের পর্দায় প্রদর্শিত যেকোনো ছবি বা ভিডিওতে আঙুল দিয়ে ট্যাপ করলেই গুগল সার্চের মাধ্যমে সে বিষয়ে বিস্তারিত ফলাফল জানা যায়। এবার নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতেও সার্কেল টু সার্চের মতো তথ্য খোঁজার সুবিধা চালু করতে যাচ্ছে গুগল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ইনস্টাগ্রামে জেমিনির একটি ভিডিও প্রকাশ করেছে গুগল। ভিডিওতে স্ক্রিন শেয়ারিংয়ের মতো পরিচিত বেশ কয়েকটি সুবিধার পাশাপাশি সার্কেল সার্চ (ডিএফ) নামের একটি সুবিধা দেখা গেছে। প্রযুক্তিজগতে ‘ডিএফ’ শব্দটি ব্যবহার করা হয় অভ্যন্তরীণভাবে পরীক্ষাধীন কোনো প্রযুক্তির ক্ষেত্রে। সাধারণত প্রতিষ্ঠানের কর্মীরা চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে এসব ফিচার নিজেরা ব্যবহারের মাধ্যমে যাচাই করে থাকেন। ভিডিওটি ধারণ করেছেন গুগলের এক কর্মী।

সার্কেল টু সার্চ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা স্মার্টফোনের পর্দার যেকোনো ছবি আঙুল দিয়ে ট্যাপ করে সরাসরি জেমিনি চ্যাটবটের কাছে পাঠাতে পারবেন। অর্থাৎ বর্তমানের মতো আলাদা স্ক্রিনশট তুলে সংযুক্ত করতে হবে না। ফলে ব্যবহারকারীরা সময় বাঁচানোর পাশাপাশি সহজেই বিভিন্ন তথ্য জানতে পারবেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি গুগল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় নকলের অভিযোগে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার

গাইবান্ধায় এসএসসি ও দাখিল পরীক্ষার চারটি কেন্দ্রে নকল ও মোবাইল ফোন সঙ্গে রাখার অপরাধে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসময় তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া নকলে সহযোগিতা করার দায়ে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন সময় তাদের বহিষ্কার করা হয়।

এর মধ্যে সাঘাটা উপজেলার পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তিনজন, বোনারপাড়া এম ইউ সিনিয়র মাদ্রাসা কেন্দ্র একজনকে বহিষ্কার করাসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসাকেন্দ্র থেকে পাঁচজন, কামদিয়া দারুল উলুম সিদ্দিকীয়া আলীম মাদ্রসার কেন্দ্র থেকে এক শিক্ষার্থী ও এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। 

এ বিষয়ে সাঘাটা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ জানান, পরীক্ষা চলাকালে সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন থাকায় তাদের বহিষ্কার করা হয়। এসময় তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে মাদ্রাসার দুটি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা কক্ষ পরিদর্শনের সময় ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করে। এছাড়া নকলে সহযোগিতা করায় এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

অপরদিকে, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়কেন্দ্রে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। স্মার্টফোন নিয়ে কক্ষে প্রবেশ করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে জানান কেন্দ্র সচিব মো. ইলিয়াস আলী।

গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন (শিক্ষা ও আইসিটি) বলেন, “পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। কোথাও কোন অনিয়ম হলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।”

ঢাকা/মাসুম/এস

সম্পর্কিত নিবন্ধ