গাজীপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টার পর চলাচল স্বাভাবিক
Published: 14th, April 2025 GMT
গাজীপুরে যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় পুনরায় ট্রেন চলাচল শুরু করে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হলো।
এর আগে গতকাল বেলা আড়াইটা থেকে গাজীপুরের সালনা এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত্য হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানা যায়, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। গতকাল বেলা আড়াইটার দিকে গাজীপুর ও মৌচাকের মাঝামাঝি সালনা এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এরপর রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) আসে। প্রকৌশলীরা একটানা কাজ করে প্রায় দেড় কিলোমিটার রেললাইন মেরামত করেন। ক্ষতিগ্রস্ত বগিগুলো জয়দেবপুর রেলওয়ে জংশনে নেওয়া হয়। রেললাইন মেরামতের পর রাত সাড়ে তিনটা নাগাদ ওই সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুনগাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ১৮ ঘণ্টা আগেজয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ট্রেনের বগি লাইচ্যুত হওয়ায় যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেললাইন মেরামত করে লাইন সচল করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ইনচ য ত
এছাড়াও পড়ুন:
বংশালে বাসায় ঢুকে যুবককে হত্যা
পুরান ঢাকার বংশালে বাসায় ঢুকে বিপ্লল গাজী (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় টাকা লুটের জন্য এ ঘটনা ঘটেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই নয়ন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ঢাকা/মাকসুদ/এনএইচ