‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি চলছে। এবার শোভাযাত্রায় ছোট, বড়, মাঝারি মিলে ২১টি মোটিফ রয়েছে। এ ছাড়া ২৮টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে শোভাযাত্রায়। 


আজ সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হবে। মোটিফগুলোর শুরুতে থাকছে ফ্যাসিবাদের মুখাকৃতি, এরপরে যথাক্রমে বাকি ছয়টি প্রধান মোটিফ- বাঘ, মাছ, পুতুল, পালকি, পানি লাগবে, ৩৬ জুলাই, তরমুজের পালি রাখা হয়েছে।  


মোটিফের পরে রাখা হয়েছে পটচিত্রগুলো। পটচিত্রগুলোর মধ্যে রয়েছে- পটচিত্র আকবর, পটচিত্র বেহুলা, গাজীর পট, পটচিত্র বনবিবি, পটচিত্র বাংলাদেশ ইত্যাদি। এ ছাড়াও রয়েছে মাঝারি ও ছোট মোটিফ। 

জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে মারমা, ম্রো, চাকমা, খুমি ত্রিপুরা, পাঙখুয়া, রাখাইন, মনিপুরী, খাসিয়া, চা জনগোষ্ঠীসহ অনেকে। 

শোভাযাত্রার নিরাপত্তা দিচ্ছে র‌্যাব, পুলিশের সোয়াট টিম, পুলিশ, বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যরা।  

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ছবিতে রমনার বটমূলের বর্ষবরণ

২ / ৯নববর্ষকে আবাহন জানিয়ে সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো...’

সম্পর্কিত নিবন্ধ

  • নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলা, মূল অভিযুক্ত বললেন, ‘আমাদের ভুল হয়ে গেছে’
  • বাচসাস’র বর্ষবরণ ও কার্যালয় উদ্বোধন
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বর্ষবরণ
  • বর্ষবরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের মারধরের অভিযোগ
  • বর্ষবরণ শোভাযাত্রায় ডিসি-এসপির সঙ্গে মামলার আসামি আ.লীগ নেতা
  • বর্ণিল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
  • দেশজুড়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা
  • কুড়িগ্রামে বর্ষবরণে নানা আয়োজন
  • রমনা বটমূলে গান–কবিতা–উচ্ছ্বাসে ছায়ানটের বর্ষবরণ, বিভাজন ভাঙার প্রত্যয়
  • ছবিতে রমনার বটমূলের বর্ষবরণ