হিন্দি সিনেমার প্রচারে আরমীনের বাংলা গান
Published: 14th, April 2025 GMT
হিন্দি সিনেমা ‘উইডোজ শ্যাডো’র প্রচারে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের একটি বাংলা গান। বাংলাদেশি সংগীতশিল্পী আরমীন মুসার গাওয়া এই গানের শিরোনাম ‘নিদ্রাহীন’। ১৮ এপ্রিল ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগেই ট্রেলারে শোনা যাচ্ছে গানটি। ছবিটির পরিচালক সুমন অধিকারী। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শঙ্কলিতা রায় ও পলক কায়াথ।
বিদেশি ভাষার ছবির প্রচারণায় তাঁর গানের এমন ব্যবহারে বেশ আনন্দিত আরমীন মুসা। গতকাল বিকেলে আরমীন জানান, ২০১৫ সালে গানটিতে প্রথম কণ্ঠ দেন তিনি। আরমীন বলেন, ‘হিন্দি ভাষার সিনেমায় আমার গান, সত্যি খুবই ভালো লাগছে। যেকোনো দেশের সঙ্গে কোলাবরেশন সত্যিই স্পেশাল লাগে। সব সময় ভেবেছি, বাংলা গান বিভিন্ন দেশে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। যখন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানকার সংগীতের বন্ধুদের সঙ্গেও বাংলা গান গেয়েছি। এই গানটা অবশ্য আমি একাই পিয়ানো বাজিয়ে গেয়েছি।’
আরমীন মুসা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আরম ন
এছাড়াও পড়ুন:
পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের কাছে মোবাইল, কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিষ্কার
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা এই বহিষ্কার আদেশ দেন।
এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন পাওয়াসহ নানা অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৫ বছর তারা কোনও পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।
বহিষ্কৃতরা হলেন- ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব মো. বিল্লাল হোসেন এবং উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ঠাকুর বাকাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান, নিলুফার ইয়াসমীন এবং গোলাম রেজুয়ান।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা জানান, পরীক্ষার হলে কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেছে। এটি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুস্পষ্ট দায়িত্বে অবহেলা।
ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রের হল সুপার সিকদার জানান, ভোকেশনাল শাখার কয়েকজন ছাত্র সম্ভবত জানালা দিয়ে জব্দ হওয়া মোবাইলগুলো পরীক্ষার হলে নিয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এসব ধরা পড়ে।