পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট, জিতেছে তাঁর দলও
Published: 13th, April 2025 GMT
৩ উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙালেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারের দল লাহোর কালান্দার্সও জিতেছে। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল লাহোরের দলটি।
রিশাদের লাহোর ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে করেছিল ৬ উইকেটে ২১৯ রান। ৩৯ বলে ৬৭ রান করেন পাকিস্তান ওপেনার ফখর। ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান বিলিংস ১৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ব্যাটিংয়ে নেমেছিলেন রিশাদও। শেষ ওভারে চতুর্থ বলে উইকেটে গিয়ে ১ বলে ১ রান করেন রিশাদ।
রাইলি রুশোকে বোল্ড করেছেন রিশাদ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
বাবরের পিএসএল শুরু শূন্যতে, আমিরের বলে কুপোকাত
গুড লেংথের বল। মোহাম্মদ আমিরের করা বলটি পিচে পড়েই কিছুটা থেমে আসছিল। ব্যাটসম্যান বাবর আজম বলটি পড়তে পারেননি। সামনের পায়ে ড্রাইভ খেলতে গিয়ে বল তুলে দেন শর্ট এক্সট্রা কাভারে থাকা ফিল্ডারের হাতে। তাতে পিএসএলে নিজের প্রথম ম্যাচে বাবর ফিরেছেন শূন্য হাতে।
বিস্তারিত...