সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আজ সোমবার শুরু হচ্ছে পক্ষব্যাপী বৈশাখী মেলা। সোনারতরী লোকজ মঞ্চে সকাল সাড়ে ১০টায় এর উদ্বোধন হবে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হওয়ায় একই সঙ্গে এখানে সুবর্ণজয়ন্তী উৎসবও উদযাপিত হবে। এদিকে বর্ষবরণ শোভাযাত্রা সামনে রেখে নারায়ণগঞ্জের নানা সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া বিটি মাঠের মূল অংশের বাইরে বৈশাখী মেলা আয়োজনের জন্য উপজেলা বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে। তবে এক দিনের এই আয়োজনের জন্য জুড়ে দেওয়া হয়েছে ১৭টি শর্ত।
সোনারগাঁয়ের কারুশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা। এতে কারুশিল্পীদের হাতের 
তৈরি জামদানি, শতরঞ্জি, নকশিকাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠ খোদাইশিল্প, পটচিত্র, শোলা শিল্প, 
বাঁশ-বেতশিল্প ও আদিবাসী কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন ও বিপণনের সুযোগ থাকছে। 
এ ছাড়াও মেলামঞ্চে প্রতিদিন আয়োজন করা হবে বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুলনাচের। পাশাপাশি হালখাতা, বায়োস্কোপ, সাপের খেলা, নাগর দোলাসহ গ্রামীণ বিনোদনের ব্যবস্থাও থাকছে। ২৮ এপ্রিল এই মেলা শেষ হবে। 
ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হবে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। কৈশোরের রোমাঞ্চকর মুহূর্ত স্মরণের জন্য তিন গুটি, সাত গুটি, বাঘবন্দি, কানামাছি, গোল্লাছুট, বউচি, কপাল টোক্কাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হবে।
আজ ভোরে চাষাঢ়ার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশির সুরে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। এখানেই দিনব্যাপী অনুষ্ঠান করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। অন্যদিকে চারুকলার অনুষ্ঠানের কেন্দ্র হবে দেওভোগে। আনন্দ শোভাযাত্রার জন্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তৈরি করেছেন রাজা-রানির বিশাল মুখোশ, পেঁচা, বাঘ, ইলিশ মাছ, পাখি ও ফুলের অবয়ব। এবার ঘোড়া ও গ্রামবাংলার নব্বই দশকের টমটম গাড়ির থিম দিয়ে তৈরি করা হচ্ছে নানা চারুশিল্পের কাজ। 
রোববার বিকেলে পহেলা বৈশাখের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে চাষাঢ়ার শহীদ মিনারে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও র‍্যাব-১১ সিইও লে.

কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান, নারায়ণগঞ্জ চারুকলা থেকে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের হবে। এতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী সাধারণ মানুষ অংশ নেবেন। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা মাঠে গিয়ে শেষ হবে। তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। 
এদিকে বিটি মাঠে বৈশাখী মেলা হলে ওই মাঠ নষ্টের আশঙ্কায় ১০ এপ্রিল তা বন্ধের নির্দেশ দেন কেরানীগঞ্জের ইউএনও রিনাত ফৌজিয়া। এখানে মেলার আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে বিবাদ তৈরি হয় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শামসুন নাহার শিলার সই করা পত্রে ওই মাঠে এক দিনের মেলা আয়োজনের অনুমোদন করা হয়। এতে ১৭টি শর্ত জুড়ে দিয়েছে প্রশাসন। এই অনুমোদনের প্রতিবাদে অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ ন র জন য

এছাড়াও পড়ুন:

নিপীড়িত মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে : জব্বার   

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, এই দুনিয়াতেই আমাদের সমস্ত কিছু শেষ নয়। সমাজের নিপীড়িত  মানুষের কল্যাণে যত বেশি সম্ভব নিজেকে বিলিয়ে দিতে হবে। 

এছাড়াও আমাদের মনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের মুক্তিই আমাদের একমাত্র লক্ষ হওয়া উচিত। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিনের (১ ও ৭ নং ওয়ার্ড) এর ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রবিবার (১৩ এপ্রিল)  বিকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সিদ্ধিরগঞ্জ দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে নায়েবে আমির আবদুুল গফুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,  সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা সেক্রেটারি সাদ আহমেদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদল বৈশাখী শোভাযাত্রা
  • নবর্বষকে স্বাগত জানিয়ে মহানগর যুবদলের বৈশাখী শোভাযাত্রা  
  • সোনারগাঁয়ে বর্ষবরণে আনন্দ শোভযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধন
  • নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা
  • বর্ণিল সাজে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা
  • বর্ষবরণে নারায়ণগঞ্জে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা
  • রূপগঞ্জে দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
  • ফতুল্লায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা : স্বামী আটক
  • নিপীড়িত মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে : জব্বার