অবিশ্বাস্য রিতু, ধ্রুপদী জয় বাংলাদেশের
Published: 13th, April 2025 GMT
বড় রান তাড়া করে জয়ের রেকর্ড খুব কমই আছে বাংলাদেশের। বিশেষ করে বৈশ্বিক ক্রিকেটে। দ্বিপক্ষীয় সিরিজে দুয়েকবার চমকে দিলেও বড় মঞ্চে তালগোল পাকিয়ে ফেলেন নারী ক্রিকেটাররা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ড ২৩৫ রানের পুঁজি পেলে বাংলাদেশ শিবিরে উৎকণ্ঠা তৈরি হয়েছিল নিশ্চিতভাবেই।
জবাব দিতে নেমে ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে সব আশা শেষ হয়ে যাওয়ার কথাও ছিল। বাংলাদেশের পক্ষে বাজি ধরার কাউকে খুঁজে পাওয়ার কথা নয়। ঠিক সেখান থেকে অবিশ্বাস্য এক রূপকথা লিখলেন রিতু মনি। দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে জিতিয়েছেন রিতু। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ উড়াল বিজয়ের পতাকা।
৮ বল হাতে রেখে ২ উইকেটের ধ্রুপদী জয় পেল বাংলাদেশ। ৬১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানের ইনিংস সাজিয়ে বাংলাদেশকে হাসিয়েছেন রিতু মনি।
আরো পড়ুন:
সল্ট-কোহলি-পাড়িক্কলের ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়
সুপার লিগে উঠল যারা
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে, ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সে কারণেই বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৪ সালের ডিসেম্বর থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে আয়োজনের জন্য গৃহীত পদক্ষেপ এবং অগ্রগতিসংবলিত পথনকশা প্রকাশ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা করা হয়, ডাকসু নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। একই মাসে ডাকসু সংশোধিত গঠনতন্ত্র চূড়ান্ত করে তা ছাত্রসংগঠনগুলোর কাছে পাঠানো হয়। এর আগে এ বিষয়ে ছয়টি সভা করা হয়। এই গঠনতন্ত্র এখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদন হওয়ার অপেক্ষায় আছে।
রোডম্যাপে উল্লেখ করা হয়, গত জানুয়ারি মাসে ‘ডাকসু ইলেকশন কোড অব কনডাক্ট রিভিউ কমিটি’ করা হয়। তারা সাতটি সভা করে। এটিও চূড়ান্ত হওয়ার পর এখন তা সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে।
রোডম্যাপ অনুযায়ী, মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন করা হবে। একই সঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হবে। একই মাসের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তবে কবে এই তফসিল ঘোষণা করা হবে, সে ব্যাপারে রোডম্যাপে কিছু বলা হয়নি।