লা লিগায় শিরোপা ধরে রাখার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এখন রিয়াল মাদ্রিদের জন্য প্রতিটি ম্যাচই বাঁচা-মরার। আজ রোববার রাতে আলাভেসের বিপক্ষে তেমন এক ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। নাটকীয় এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে লাল কার্ড দেখায় অনেকটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে।

পরে অবশ্য আলাভেসের মানু সানচেজও লাল কার্ড দেখলে সংখ্যার দিক থেকে সমতা ফেরে ম্যাচে। তবে উত্থান-পতনে ভরপুর রোমাঞ্চের ম্যাচটিতে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়ালই। ম্যাচের প্রথমার্ধে এদুয়ার্দো কামাভিঙ্গার করা একমাত্র গোলটিই গড়ে দিয়েছে পার্থক্য।

এই জয়ের পর ৩১ ম্যাচে ২ নম্বরে থাকা রিয়ালের পয়েন্ট এখন ৬৬। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বার্সেলোনা। লিগে এখন দুই দলেরই বাকি আছে ৭ ম্যাচ করে। সব মিলিয়ে লিগের শেষ ভাগে রোমাঞ্চ চরমে উঠতে যাচ্ছে, তা এখনই বলা যায়।

আরও পড়ুনসালাহর রেকর্ডে শিরোপা থেকে ৬ পয়েন্ট দূরে লিভারপুল১ ঘণ্টা আগে

আলাভেসের মাঠে ম্যাচের প্রথমার্ধের পুরোটাই ছিল নাটকীয়। ৯ মিনিটে কাছাকাছি গিয়ে গোলের সুযোগ হাতছাড়া করেন আরদা গুলের। এরপর ২০ মিনিটে রাউল আসেনসিওর গোল বাতিল হয় ফাউলের কারণে। তবে ৩৪ মিনিটে সেই আক্ষেপ ভুলিয়ে দেন এদুয়ার্দো কামাভিঙ্গা। দারুণ এক শটে লক্ষ্য ভেদ করে রিয়ালকে তিনি এগিয়ে দেন ১-০ গোলে।

কামাভিঙ্গার গোলের পর রিয়ালের উদ্‌যাপন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্বের সময়সূচি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুম দেখতে দেখতে শেষের পর্বে হাঁটতে শুরু করেছে। এবারের আসরে অংশ নেওয়া ৩৬টি দলের মধ্যে ৩২টি ইতোমধ্যে বিদায় নিয়েছে। যোগ্যতা ও সামর্থের প্রমাণ দিয়ে টিকে আছে ৪টি দল— আর্সেনাল, প্যারিস সেন্ত জার্মেইন (পিএসজি), বার্সেলোনা ও ইন্টার মিলান।

আজ রাত থেকে শুরু হবে তাদের মধ্যকার সেমিফাইনালের লড়াই। তার আগে চলুন দেখে নিই সময়সূচি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল সময়সূচি:

আরো পড়ুন:

জমজমাট নাটকের পর কিংসের শিরোপা উৎসব

যে কারণে এবারের লিগ জয়কে এগিয়ে রাখছেন সালাহ

:: প্রথম লেগ ::

তারিখ: মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫),  
মুখোমুখি: আর্সেনাল বনাম পিএসজি,
ভেন্যু: এমিরেটস স্টেডিয়াম, লন্ডন,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়) ।

তারিখ: বুধবার (৩০ এপ্রিল ২০২৫)  
মুখোমুখি: বার্সেলোনা বনাম ইন্টার মিলান,
ভেন্যু: ক্যাম্প ন্যু, বার্সেলোনা,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।

:: দ্বিতীয় লেগ ::

তারিখ: মঙ্গলবার (৬ মে ২০২৫),  
মুখোমুখি: ইন্টার মিলান বনাম বার্সেলোনা,
ভেন্যু: সান সিরো, মিলান,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।

তারিখ: বুধবার (৭ মে ২০২৫),  
মুখোমুখি: পিএসজি বনাম আর্সেনাল,  
ভেন্যু: পার্ক দে প্রিন্স, প্যারিস,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।

:: ফাইনাল ম্যাচ ::

তারিখ: শনিবার, ৩১ মে ২০২৫,
ভেন্যু: অ্যালিয়াঞ্জ অ্যারেনা, মিউনিখ, 
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।

সরাসরি সম্প্রচার: সনি স্পোর্টস নেটওয়ার্ক।
অনলাইনে লাইভ স্ট্রিমিং: Sony LIV অ্যাপ ও ওয়েবসাইট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ