প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদে ফাঁসছেন আউয়াল দম্পতি
Published: 13th, April 2025 GMT
প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদের কারণে ফেঁসে যাচ্ছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী পারভীন আউয়াল।
দুর্নীতি মামলার তদন্ত শেষে বিপুল অবৈধ সম্পদের চূড়ান্ত প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে সম্প্রতি দুটি চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৩ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়।কমিশনের মহাপরিচালক মো.
চার্জশিটে সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আরো পড়ুন:
দিনাজপুরে সড়ক নির্মাণে অনিয়ম অনুসন্ধানে দুদকের অভিযান
সাবেক ওসি মাজহারের স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ
অন্যদিকে, স্ত্রী পারভীন আউয়ালের বিরুদ্ধে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ৯০ লাখ ৬২ হাজার ৬৩৩ টাকার অবৈধ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলাগুলো করা হয়। এসব মামলায় আউয়াল দম্পতির বিরুদ্ধে মোট ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তাপপ্রবাহের মধ্যেই কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার বয়ে গেছে তাপপ্রবাহ। দেশের কিছু স্থানে কয়েক দিন থেকেই তাপপ্রবাহ চলছে। তবে এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে নানা স্থানে। বৃষ্টির পরও কিন্তু গরম তেমন কমছে না। আজ মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর মধ্যে আবার দুই বিভাগের কয়েক স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বাকি বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা সামান্য কমতে পারে, আবহাওয়াবিদেরা এমনটাই বলছেন।
গতকাল দেশের ১৪টি স্থানে বয়ে গেছে তাপপ্রবাহ। এর মধ্যে আছে ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী জেলা এবং চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চল।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় গতকাল তাপমাত্রা সামান্য কমেছিল। কিন্তু তাপপ্রবাহের এলাকা খানিকটা বেড়ে গিয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, আজ তাপমাত্রা গতকালের মতোই থাকতে পারে। সামান্য একটু কমতে পারে। তবে এটা নির্ভর করছে বৃষ্টির ওপর। আসলে বৃষ্টি হলেই এ সময়ে তাপমাত্রা কমে আসে।
কয়েক দিন ধরে এই তাপপ্রবাহের মধ্যে দেশের কিছু স্থানে বৃষ্টি হয়েছে। তাতে অবশ্য গরম তেমন কমেনি। সর্বশেষ ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, মাদারীপুর, কুষ্টিয়ার কুমারখালী, চুয়াডাঙ্গা, বরিশাল, খুলনার মোংলা, কক্সবাজারের কুতুবদিয়া অঞ্চলে বৃষ্টি হয়েছে। এভাবে বিক্ষিপ্ত বৃষ্টির পরও তাপমাত্রা কমছে না কেন?
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, তাপমাত্রা বেশি থাকে দিনের বেলায়। এটি প্রশমিত হতে গেলে বৃষ্টি হতে হবে দিনে। কিন্তু এখন যেসব বৃষ্টি হচ্ছে, তা বেশির ভাগই সন্ধ্যা বা রাতে। তাতে প্রশান্তি মেলে। কিন্তু পরে দিনের তাপ আবারও বাড়ে। অবশ্য এ সময়ের বৃষ্টির প্রবণতাই এমন।
আবহাওয়া অধিদপ্তর আজ সকাল পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, এ সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
রাজধানীতে এ সময় বৃষ্টি হতে পারে কি না, এ প্রশ্নে শাহীনুল ইসলাম বলেন, আজ মাদারীপুর অঞ্চলে মেঘ আছে। সেটি রাজধানী পর্যন্ত আসবে কি না, তা নিশ্চিত নয়। আসার সম্ভাবনা কিছুটা কম।