শিরোপার পথে লিভারপুল, সালাহর নতুন রেকর্ড
Published: 13th, April 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। আজ রোববার (১৩ এপ্রিল) রাতে তারা ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে।
এই ম্যাচে নতুন এক রেকর্ড গড়েছেন মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে সম্পৃক্ততার (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) দিক দিয়ে ইতিহাস গড়েছেন মিশরীয় ফরোয়ার্ড। লুইস দিয়াজের প্রথম গোলটি ছিল সালাহর অ্যাসিস্টে, যা ছিল তার ৪৫তম গোল সম্পৃক্ততা তথা অবদান। ৩৮ ম্যাচের মৌসুমে এটি নতুন রেকর্ড।
তবে ম্যাচটি একতরফা ছিল না। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ওয়েস্টহ্যাম। ম্যাচের ৮৬ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা। কিন্তু ম্যাচের নাটকীয়তা এখানেই শেষ নয়। মাত্র তিন মিনিট পর, ৮৯ মিনিটে ভার্জিল ফন দাইক কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে আবারও লিভারপুলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এ গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
আরো পড়ুন:
লিভারপুল ও সালাহার গল্প আরো দুই বছর চলবে
লিভারপুলকে হারিয়ে নিউক্যাসলের ৭০ বছরের আক্ষেপ ফুরাল
এই জয়ে ৬ ম্যাচ বাকি থাকতে লিভারপুল ১৩ পয়েন্টে এগিয়ে গেল দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে। ৩২ ম্যাচ থেকে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে আর্সেনালের সংগ্রহ ৬৩ পয়েন্ট। অন্যদিকে, ওয়েস্টহ্যাম ৩৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে, রেলিগেশন থেকে একটু ওপরে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ আবারো পরিবর্তন
পুঁজিবাজারে অর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা গত ১৩ এপ্রিলের পরিবর্তে ১৭ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা গত ৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আরো পড়ুন:
২ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
রানার অটোর পরিচালকের ৩৪ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভায় বিদায়ী হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা/এনটি/মাসুদ