গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের বাসিন্দা দানিয়েল রায়। সংসারে স্ত্রী শেলীর রায় ও দুই সন্তান রয়েছে তার। একটি এনজিওতে নাইট গার্ডের চাকরি করে সামান্য বেতনে ভালোই চলছিল তাদের সংসার। তবে, তার সেই সুখের সংসারে ছেদ টানলো আগুন। 

রবিবার (১৩ এপ্রিল) বিকালে অগ্নিকাণ্ডে পুড়ে যায় দানিয়েল রায়ের বসত ঘর। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করতে হচ্ছে তাকে।

দানিয়েল রায় বলেন, “আজ বিকেলে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। চিৎকার শুনে স্থানীয়রা এসে আগুন নেভান। ততক্ষণে ঘর ও ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আমার সুখের সংসারে ছেদ টানলো আগুন।”

আরো পড়ুন:

ঝালকাঠিতে পুলিশের বাড়িতে ডাকাতির পর আগুন

চাঁদপুরে ১০ দোকানে আগুন

তিনি বলেন, “খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। খাবারের ব্যবস্থা না থাকায় রাতে না খেয়েই থাকতে হবে পুরো পরিবারকে। সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।”

কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নাজমুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।”

ঢাকা/বাদল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন

এছাড়াও পড়ুন:

ভেঙে যাচ্ছে তারকা দম্পতির বিয়ে?

গত বছরের মাঝামাঝি সময়ে স্বামীর সঙ্গে ইতালি বেড়াতে গিয়ে ১০ লাখ রুপির জিনিসপত্র চুরি হয় ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠির। পাসপোর্টসহ মানিব্যাগও চুরি হয় দিব্যাঙ্কা-বিবেক দম্পতির। এতে দেশটিতে আটকে পড়েন তারা।

এ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন দিব্যাঙ্কা-বিবেক। এ ঘটনার প্রায় এক বছর পর ৯ বছরের সংসার ভাঙার গুঞ্জনে খবরের শিরোনাম হলেন এই তারকা দম্পতি। বিষয়টি জোর চর্চা চলছিল। অবশেষে নীরবতা ভাঙলেন বিবেক।

মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিবেক। সেখানে বিয়েবিচ্ছেদের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙেন। বিবেক বলেন, “আমরা এটাকে উপভোগ করছি। দিব্যাঙ্কা এবং আমি বিষয়টি নিয়ে হাসাহাসি করি। আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর ভাবছিলাম, ‘যদি আরো দীর্ঘ হয়, তবে আমরা পপকর্ন অর্ডার করব।”

আরো পড়ুন:

বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

মানুষ ভাবতেন আমি কেবল চুমু খেতে পারি, অভিনয় নয়: ইমরান হাশমি

খানিকটা ব্যাখ্যা করে বিবেক বলেন, “আমি ইউটিউবে ভ্লগ তৈরি করে থাকি। আমি জানি, ক্লিকবাইট কীভাবে কাজ করে। আপনি চাঞ্চল্যকর কিছু আপলোড করলে মানুষ তা দেখতে আসবেই। কিন্তু এই ধরনের অবাস্তব দাবিকে উৎসাহিত করা উচিত নয়।”

জনপ্রিয় টিভি সিরিজ ‘ইয়ে হ্যায় মোহব্বতেঁ’। এ সিরিজের শুটিং সেটে প্রথম দেখা বিবেক-দিব্যাঙ্কার। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন দিব্যাঙ্কা। বেশ পরে পুলিশের চরিত্রে যোগ দেন বিবেক। সিরিজটির শুটিং সেটে তারা পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করেন।

২০১৬ সালের ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়েন বিবেক-দিব্যাঙ্কা। ঘটা করেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এতে দুই পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ