মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ২৩ দিনের ছুটি কাটিয়ে চিরচেনা রূপে ফিরেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
ছুটি শেষে শুরু হয়েছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। এতে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উছেছে ক্যাম্পাস।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা যায়।
আরো পড়ুন:
ইসরায়েলি পণ্য বয়কটের ডাক কুবি শিক্ষার্থীদের
গাজায় গণহত্যার প্রতিবাদ: কুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
সরেজমিনে দেখা গেছে, চিরচেনা আগের মতই শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছেন, একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। কেউবা আবার বাসের জন্য ছুটছেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময় বাড়িতে থাকার পর ক্যাম্পাসে আসতে মন চাচ্ছিলো না। কিন্তু ক্লাস-পরীক্ষা শুরু হওয়ায় চলে আসতে হলো। তবে ক্যাম্পাসে ফিরে এখন বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। আবারো এক সঙ্গে আড্ডা দিতে পারব সবার সঙ্গে।
আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান রায়হান বলেন, “দীর্ঘ ঈদের বন্ধ শেষে বাড়ি ছেড়ে আবারো ক্যাম্পাসে ফিরতে হয়েছে। পরিবারের প্রিয় মানুষগুলো ছাড়া আলাদা একটা জায়গায় থাকাটা সবসময়ই অস্বস্তির। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধু-বান্ধব, প্রিয় বিভাগ, শিক্ষক, ক্যাম্পাসের সৌন্দর্য্য- সবকিছু মিলিয়ে আরো একটা পরিবার হয়ে উঠেছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো.
গত ২২ মার্চ থেকে মাহে রমাদান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছিল।
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মারা গেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী গুলশান আরা
অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে মৃত্যুর খবরটি দেওয়া হয়। আজ মঙ্গলবাল সকাল পৌনে সাতটায় অভিনেত্রী মারা যান। প্রথম আলোকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর বোনের ছেলে অভিনেতা আর এ রাহুল। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এ অভিনেত্রী মারা গেছেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। অভিনেতা মিশা সওদাগর, নির্মাতা কাজল আরেফিন অমিসহ অনেকেই ফেসবুক পোস্টে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
একাধিক সূত্র অনুযায়ী, হঠাৎ হার্ট অ্যাটাক করেছিলেন অভিনেত্রী। দ্রুতই লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। গুলশান আরা আহমেদের ফেসবুক আইডি থেকে আজ মাঝরাতে লেখা হয়, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’ পরে শোনা যায় মৃত্যুর খবর, অর্থাৎ লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি তাঁকে। ভোরে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অভিনেত্রীকে দাফন করা হবে।
গুলশান আরা ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘সিটি লাইফ’সহ অসংখ্য নাটক ও ধারাবাহিকে দেখা গেছে তাঁকে।