বাংলা নববর্ষ ঘিরে দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রাজধানীর কাওলায় অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব যাত্রীদের শুভেচ্ছা জানানো হবে।
আয়োজকরা জানান, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরীন জাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো.
বেবিচক জানায়, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এতে থাকবে লোকজ বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক উপকরণ।
অনুষ্ঠানস্থলে থাকবে নানা ধরনের ঐতিহ্যবাহী পণ্যের স্টল। যেখানে প্রদর্শিত হবে বাঙালির লোকজ খাবার, হস্তশিল্প, খেলনা ও গ্রামীণ পরিবেশে নির্মিত দৃষ্টিনন্দন সাজসজ্জা।
এছাড়া অনুষ্ঠানের শেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বেবিচক কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হবে আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটিকা।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া সমকালকে বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতেই একটি জনবান্ধব প্রতিষ্ঠান গড়ে ওঠে।
উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ ন র নববর ষ
এছাড়াও পড়ুন:
নববর্ষেও হল খোলার দাবিতে কুয়েট শিক্ষার্থীদের অবস্থান
হল খুলে দেওয়ার দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসন ভবনের সামনে ২৪ ঘণ্টা ধরে অবস্থান করছেন শিক্ষার্থীরা। হল না খোলা পর্যন্ত তারা সেখানে অবস্থানের সিদ্ধান্তে অনঢ়। এদিকে একাডেমিক কার্যক্রম ও হল খোলার বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, হল খুলে দেওয়ার দাবিতে গতকাল রোববার বিকেল ৩ টায় তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। রাতেও তারা সেখানে ছিলেন। এছাড়া নববর্ষের দিনেও তারা প্রশাসনিক ভবনের সামনেই অবস্থান করছেন।
তারা জানান, সোমবার বেলা ১১টার দিকে ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তরের সহকারী পরিচালক রাজু আহম্মদ তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের চলে যেতে অনুরোধ জানান। তবে হল খুলে না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
দুপুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী মাদুর পেতে সেখানে অবস্থান করছেন। প্রশাসনিক ভবনের সামনে তাদের ব্যবহার্য কাপড় রোদে শুকাতে দেওয়া আছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রোববার রাতে তারা ২২ জন প্রশাসন ভবনের সামনে ছিলেন। কিন্তু তাদেরকে এই ভবনের শৌচাগার ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে বিভিন্ন একাডেমিক ভবনের শৌচাগারে যেতে হচ্ছে।
এদিকে ‘কুয়েট ১৯’ নামের একটি ফেসবুক পেজে কুয়েটের শিক্ষার্থীরা সারাদেশের শিক্ষার্থীদের একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, আগামীকাল ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসগুলো খুলবে। সোমবার সন্ধ্যায় সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় কবে থেকে হল খোলা এবং একাডেমিক কার্যক্রম শুরু হবে তা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া সভার আগে যদি তদন্ত কমিটি সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করে তাহলে সেই প্রতিবেদন নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।