ঈশ্বরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
Published: 13th, April 2025 GMT
সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মনোয়ারুল ইসলাম নামের এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দাশুড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মনোয়ারুল ইসলাম দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া গোলচত্বর সিএনজি স্ট্যান্ড দখল করে চাঁদাবাজির অভিযোগ ওঠে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামানিক এবং তার ভাই স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামানিকের বিরুদ্ধে। এ নিয়ে দাশুড়িয়া ইউনিয়ন যুবদল নেতা বিপুল মোল্লার সঙ্গে বিরোধ চলে আসছিল।
সেই বিরোধের জেরে এবং এক লেগুনা আর সিএনজি চালকদের বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার (১১ এপ্রিল) দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন আহত হন। এই ঘটনার জেরে আজও দুপুর দেড়টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
এতে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মনোয়ারুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “গত শুক্রবার দুই সিএনজি ড্রাইভারের ঝামেলা নিয়ে রকু প্রামানিকের সঙ্গে বিপুল মোল্লার মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে আজকে এই ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করছি, পরে বিস্তারিত বলা যাবে। এই মুহূর্তে সেখানে আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তবে এ ব্যাপারে যোগাযোগ করেও রকু প্রামানিক এবং বিপুল মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। তারা উভয়ই পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘‘গত পরশুদিন লেগুনা আর সিএনজি ড্রাইভারদের নিয়ে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলা সমাধান করতে গিয়ে তাদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেই ঝামেলা-ঘটনা মিটমাট করেও দিয়েছিলাম। কিন্তু আজকে আবার এই ঘটনা ঘটে গেল। এখন প্রশাসনের মাধ্যমে এই ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শাহীন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র এই ঘটন স ঘর ষ স এনজ ই ঘটন
এছাড়াও পড়ুন:
মানবিক বিবেচনায় পরীক্ষা দেওয়ার সুযোগ সেই ১৩ শিক্ষার্থীর
কক্সবাজারের উখিয়া হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থী ১৩ শিক্ষার্থীকে মানবিক বিবেচনায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
সোমবার (১৪ এপ্রিল) এ সিদ্ধান্ত জানিয়েছে উপজেলা প্রশাসন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম চৌধুরী বলেন, “জেলা প্রশাসনের সহায়তায় ওই ১৩ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। যদিও তারা প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি। কারণ, তারা পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে বিষয়টি জানায়। এরপরও মানবিক বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রবেশপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
ইউএনও জানান, বিদ্যালয়ের একটি অভ্যন্তরীণ সিন্ডিকেটের কারণে শিক্ষার্থীরা সময়মতো প্রবেশপত্র পায়নি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিতে পারবে।
উল্লেখ্য, প্রবেশপত্র না পাওয়ায় গত শনিবার চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিন ১৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পরীক্ষার দিন সকালে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চালান। পরে পুলিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করে।
ঢাকা/তারেকুর/টিপু