৩ বছরের শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৭৫ বছরের বৃদ্ধ
Published: 13th, April 2025 GMT
অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজে গিয়েছিলেন মা। বাক ও শ্রবণ প্রতিবন্ধী বাবাও ছিলেন বাইরে। সুযোগবুঝে এ দম্পতির সাড়ে তিন বছরের মেয়েশিশুর ওপর যৌন নিপীড়ন চালিয়েছে প্রতিবেশী এক বৃদ্ধ। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কারারপাড় গ্রামে ঘটে এই ঘটনা। শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে দুই দিনের চিকিৎসা শেষে রোববার বাড়িতে নেওয়া হয়েছে ভুক্তভোগী শিশুটিকে।
মেয়েটির মায়ের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফিরে দেখেন তাঁর শিশুসন্তান রান্নাঘরে গড়াগড়ি করে কান্না করছে। তখন আকারে-ইঙ্গিতে ঘটনাটি জানায়। তীব্র ব্যথায় কাতর মেয়েকে নিয়ে শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
সেখানে শিশুটির চিকিৎসার তত্ত্বাবধান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা.
বেসরকারি হাসপাতাল সূত্র জানিয়েছে, শিশুটির প্রজনন অঙ্গে ক্ষত দেখা গেছে। দুইদিন সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার পরিবার তাকে বাড়ি নিয়ে গেছে।
প্রতিবেশীদের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাড়িতে গিয়ে পানি খেতে চায় একই এলাকার মো. আজিজুল হক (৭৫)। এ সময় বাড়িতে কেউই ছিল না। মেয়েটির হাত থেকে গ্লাসের পানি পান করার পর রান্নাঘরে নিয়ে যৌন নিপীড়ন চালায় সে। এ ঘটনা জানাজানি হলে আজিজুল ও তার পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু স্থানীয় লোকজন শনিবার আজিজুলকে আটক করে পুলিশে তুলে দেয়। আজ রোববার শিশুটির মা শ্রীবরদী থানায় মামলা করেন।
থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, মামলায় আজিজুলকে গ্রেপ্তার দেখিয়ে এদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী তারেক আবদুল্লাহ রানা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাড়ে তিন বছরের শিশু পর্যন্ত ৭৫ বছরের বৃদ্ধের যৌন নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না। সমাজে অসভ্যতা-বর্বরতা দিন দিন বাড়ছে। কোথায় এর শেষ– জানি না।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রানার অটোর পরিচালকের ৩৪ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. মোজাম্মেল হোসাইন ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। কোম্পানিটির এ উদ্যোক্তা পরিচালকের কোম্পানিটির এই পরিচালক তার ছেলে মাহমুদ আল নাহিয়ানকে ২২ লাখ ৭০ হাজার ৮০০টি ও মেয়ে নওশিন ইশরাত প্রমিকে ১১ লাখ ৩৫ হাজার ৪০০টি শেয়ার প্রদান করবেন।
আরো পড়ুন:
‘বি’ ক্যাটাগরিতে উন্নিত কে এন্ড কিউ
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের উদ্যোক্তাদের শেয়ার ক্রয়-বিক্রয়
আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা সম্পন্ন হবে।
উল্লেখ্য, মাহমুদ আল নাহিয়ান ও নওশিন ইশরাত প্রমি কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার।
ঢাকা/এনটি/মাসুদ