ধর্ষণে ব্যর্থ হয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ
Published: 13th, April 2025 GMT
পটুয়াখালীর মহিপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্তঃসত্ত্বা এক নারীকে (৩০) মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশি সেলিম খাঁ (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে।
ওই নারীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। আঘাতে ওই নারীর ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই নারী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।
কাঁদতে কাঁদতে ওই নারী জানান, বিপিনপুর গ্রামের ওই নারীর স্বামী একটি মামলায় দুই মাস যাবৎ জেলে রয়েছেন। চার সন্তানকে নিয়ে তিনি মৎস্য শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছেন। তার স্বামী জেলে যাওয়ার পর থেকেই সেলিম খাঁ তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে সেলিম ধর্ষণের উদ্দেশ্যে তার ঘরে যায়। এসময় সে বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে। তাৎক্ষণিক প্রতিবেশিরা এগিয়ে গেলে দৌড়ে পালিয়ে যায় সেলিম। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত সেলিম খাঁ বলেন, “আমার বিরুদ্ধে আনিত ধর্ষণ চেষ্টার অভিযোগ একেবারে মিথ্যা। গত শুক্রবার আমার সন্তানদের খেলাধুলা নিয়া তার সঙ্গে হাতাহাতি হয়েছে।”
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/ইমরান/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রানার অটোর পরিচালকের ৩৪ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. মোজাম্মেল হোসাইন ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। কোম্পানিটির এ উদ্যোক্তা পরিচালকের কোম্পানিটির এই পরিচালক তার ছেলে মাহমুদ আল নাহিয়ানকে ২২ লাখ ৭০ হাজার ৮০০টি ও মেয়ে নওশিন ইশরাত প্রমিকে ১১ লাখ ৩৫ হাজার ৪০০টি শেয়ার প্রদান করবেন।
আরো পড়ুন:
‘বি’ ক্যাটাগরিতে উন্নিত কে এন্ড কিউ
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের উদ্যোক্তাদের শেয়ার ক্রয়-বিক্রয়
আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা সম্পন্ন হবে।
উল্লেখ্য, মাহমুদ আল নাহিয়ান ও নওশিন ইশরাত প্রমি কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার।
ঢাকা/এনটি/মাসুদ