তিন ফিফটির সঙ্গে রবিউলের তোপে অগ্রণীর বড় জয়
Published: 13th, April 2025 GMT
এবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের শিকার লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটির প্রথম তিন ব্যাটারের ফিফটির পর পেসার রবিউল হকের তোপে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লাবটি।
মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট ৩০৬ রান করে অগ্রণী। তাড়া করতে নেমে ২১৭ রানে অলআউট হয় রূপগঞ্জ।
সাইফ হাসানের নেতৃত্বে রূপগঞ্জের কোনো ব্যাটারই বড় রান করতে পারেননি। থিতু হয়ে উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন একে একে। মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৩৩, সৌম্য সরকার ৩২, আকবর আলী ৩১ রানে ফেরেন। আর কেউ ত্রিশের ঘর পেরোতে পারেনি।
আরো পড়ুন:
শেষ ম্যাচেও ধানমন্ডির হার, জিতেও রেলিগেশন লিগে পারটেক্স
জাহিদুজ্জামানের সেঞ্চুরি ম্লান করে ওয়াসির ৬ উইকেট
অগ্রণীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রবিউল হক। ২টি করে উইকেট নেন শহীদুল ইসলাম-আরিফ আহমেদ। ২৯ রানে ৪ উইকেট নেওয়া রবিউলের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।
এর আগে দুই ওপেনার সাদমান ইসলাম-ইমরানুজ্জামানের ফিফটিতে দারুণ শুরু পায় অগ্রণী। ইমরান ৫০ রানে ফিরলে ভাঙে জুটি। সাদমান সর্বোচ্চ ৮৭ রান করেন। তিনে নামা অমিত হাসানের ব্যাট থেকে আসে ৫৯ রান। এ ছাড়া ৪৮ রান করেন অধিনায়ক মার্শাল আইয়ুব। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রেজাউর রহমান রাজা।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র পগঞ জ উইক ট ন র ন কর
এছাড়াও পড়ুন:
প্রশাসনিক ভবনের সামনে কুয়েট শিক্ষার্থীদের আরেকটি রাতযাপন
হল খুলে দেয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আরেকটি রাতযাপন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। গত রোববার বিকেল ৩টা থেকে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সোমবার রাতে তারা প্রশাসনিক ভবনের সামনের সড়কে মাদুর বিছিয়ে সেখানে অবস্থান করেন। রাতভর তাদের মশার কামড় সহ্য করতে হয়। তারপরও দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, কুয়েটের সিন্ডিকেট সভায় যে ৩৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, কর্তৃপক্ষ এখনও তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি। কী অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাও শিক্ষার্থীদের জানানো হয়নি।
সাংবাদিকরা কুয়েট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা আপাতত বহিষ্কৃতদের নাম এবং কে কোন বিভাগের তা জানাতে রাজি হননি।
এদিকে এর আগে সোমবার রাতে কুয়েটের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ১৯ ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে থেকে শুরু এবং সকল আবাসিক হল আগামী ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এতে সন্তুষ্ট হয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং রাতভর সেখানে অবস্থান করেন।
শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি অনুযায়ী হল খোলা হয়নি। হল খোলা ও একাডেমিক কার্যক্রম শুরুর অনেকদিন দেরি আছে। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। এছাড়া হলে থাকতে না পারায় তাদের টিউশনি বন্ধের উপক্রম।
প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছিল।