র্যাব পরিচয়ে নারীদের সাথে প্রতারণা করতেন সাগর
Published: 13th, April 2025 GMT
নিজেকে র্যাব পরিচয় দিয়ে একাধিক নারীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে শিহাব হোসেন সাগর (২১) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ এপ্রিল) র্যাব-১২ বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদীঘি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরে র্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সাগর হাজরাদীঘি গ্রামের মো.
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক সাগর র্যাব পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সাথে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর সাথে ভিডিও কলে এবং সরাসরি অন্তরঙ্গ সম্পর্কে জড়াতেন। ওই মুহূর্তগুলো সাগর ভিডিও রেকর্ড করে পরে সেই সব নারীদের ব্ল্যাক মেইল করতেন। বার বার শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, “একজন প্রতারক শুধু নারী নয়, র্যাবের মতো একটি গর্বিত বাহিনীর নাম ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাসকেও ঠকাচ্ছিল। সাইবার অপরাধ এবং সামাজিক মূল্যবোধ ধ্বংসকারী এইসব প্রতারকদের বিরুদ্ধে র্যাব কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”
ঢাকা/এনাম/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ছক্কার ঝড় তুলে এক মাসে ৪ সেঞ্চুরি করা কে এই সাহিবজাদা
তিনি সেঞ্চুরি করেই যাচ্ছেন! পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেঞ্চুরি করেছেন ৩টি। এরপর কাল পিএসএলেও সেঞ্চুরি পেলেন সাহিবজাদা ফারহান। যা গত এক মাসে তাঁর চতুর্থ সেঞ্চুরি।
কাল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ছক্কা মেরেছেন ৫টি। আর ন্যাশনাল টি-টোয়েন্টিতে তাঁর ছক্কা ছিল ৭ ম্যাচে ৪০টি। জানিয়ে রাখতেই হচ্ছে, ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল ১৩টি। হঠাৎ করে ছক্কা মেশিন বনে যাওয়া কে এই সাহিবজাদা ফারহান?
সাহিবজাদা পাকিস্তান ক্রিকেটে নতুন কেউ নন। পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটসম্যান। অভিষেক সেই ২০১৮ সালে। তবে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের ক্যারিয়ার পুনর্জীবিত হয়েছে পিএসএলের আগে গত ১৪ মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে।
৪০ন্যাশনাল টি–টোয়েন্টি কাপে সাহিবজাদার ছক্কার সংখ্যাপাকিস্তানের হয়ে ছয় বছরে ৯ ম্যাচ খেলে ৮৬ রান করা এই ব্যাটসম্যান সেই টুর্নামেন্টে করেছেন ৬০৫ রান। ৭ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৩টি, ফিফটি ২টি। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৭২ বলে অপরাজিত ১৬২। তাঁর ১৬২ রানের অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
আরও পড়ুনধোনির বুড়ো হাড়ের ভেলকি৮ ঘণ্টা আগেটুর্নামেন্টে স্ট্রাইকরেটে ১৮৯.৬৫, আর গড়টা তো অবিশ্বাস্য—১২১। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিন সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার ছিলেন সাহিবজাদা।ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান কত ছিল জানেন, ২৮২। মানে সাহিবজাদার চেয়ে ৩২৩ রান কম। এমন অবিশ্বাস্য টুর্নামেন্ট খেলেই আলোচনায় এসেছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।
সেঞ্চুরির পর সাহিবজাদা