শেষ ম্যাচেও ধানমন্ডির হার, জিতেও রেলিগেশন লিগে পারটেক্স
Published: 13th, April 2025 GMT
ভালো দল নিয়ে এবার প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ধানমন্ডি ক্রিকেট ক্লাব। কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বীদের থেকে প্রত্যাশা ছিল বেশি। কিন্তু ব্যাট-বলে নিষ্প্রভ সময় কাটিয়েছেন তারা। তাতে সুপার লিগ থেকে আগেই ছিটকে গেছে দলটি।
লিগের শেষ ম্যাচেও তারা জ্বলে উঠতে পারেননি। তলানির দল পারটেক্স স্পোর্টিং ক্লাবের কাছে ২ উইকেটে ম্যাচ হেরেছে। আগে ব্যাটিং করতে নেমে ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাত্র ২২৯ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে পারটেক্স ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
পারটেক্সের জয়ের নায়ক আহরার আমিন। ১২৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। এছাড়া সাব্বির রহমান ৪৭ রান করেন ১ চার ও ৪ ছক্কায়। শেষ দিকে মুক্তার আলীর ৩১ বলে ৩০ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছতে পথ মসৃণ হয় পারটেক্সের।
আরো পড়ুন:
জাহিদুজ্জামানের সেঞ্চুরি ম্লান করে ওয়াসির ৬ উইকেট
অশোভন আচরণে এক ম্যাচ নিষিদ্ধ তাওহীদ, ক্ষোভ প্রকাশ
ধানমন্ডির হয়ে ৩২ রানে ৫ উইকেট নিয়েছিলেন সানজামুল ইসলাম। তার দ্যুতিময় বোলিং বৃথা যায় পারটেক্সের সফল লক্ষ্য তাড়ায়। এর আগে ধানমন্ডির ইনিংসে ছিল আসা-যাওয়ার মিছিলে। শুরুর চার ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছিলেন কেবল আজমির (২০)। পাঁচে নেমে ইয়াসির সর্বোচ্চ ৯০ রান করেন ৩ চার ও ৪ ছক্কায়। সোহান ৮ বল খেলেও খুলতে পারেননি রানের চাকা। এছাড়া মইন খানের ব্যাট থেকে আসে ৮০ রান। বাকিরা প্রত্যেকে ছিলেন নিষ্প্রভ।
২ উইকেটে দারুণ জয় পেলেও পারটেক্সকে খেলতে হবে রেলিগেশন লিগ। ১১ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকার দশ নম্বরে রয়েছে তারা। ধানমন্ডির ১১ ম্যাচে জয় ৪টি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ধ নমন ড র উইক ট
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে বাস খাদে, আহত ১৩
ঝালকাঠি সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এতে অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার ইছানীল এলাকার ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
ঝালকাঠি সদর থানার এসআই মো. আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাসে আগুন
পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসটিতে থাকা ১৩ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা/অলোক/মাসুদ