কুড়িগ্রামের ফুলবাড়ীতে চাকু ঠেকিয়ে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ফুলবাড়ী-বালারহাট সড়কের নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটেছে। টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মুখে মাটি ও বালু ঢুকিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী তাজুল ইসলাম। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে। স্থানীয় বালারহাট বাজারে ‘তিন্নি স্টোর’ নামে মোবাইল ব্যাংকিংয়ের দোকান রয়েছে তার।

অভিযোগে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী তাজুল দোকান বন্ধ করে প্রায় আড়াই লাখ টাকা একটি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে অন্ধকারের মধ্য থেকে তিনজন অপরিচিত ব্যক্তি এসে গলায় ও বুকে চাকু ঠেকিয়ে টাকার ব্যাগ ধরে টান দেয়। 

এ সময় তাজুল চিৎকার দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার মুখে মাটি ও বালু ঢুকিয়ে দিয়ে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধস্তাধস্তির সময় গলায় ও হাতে ছুরি লেগে আহত হন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

ভুক্তভোগী তাজুল ইসলাম বলেন, আকস্মিক অপরিচিত তিন লোক চাকু নিয়ে আমার ওপর আক্রমণ করে। আমার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিলে বাধ্য হয়ে ব্যাগ ছেড়ে দেই। রাতেই থানায় গিয়ে ছিনতাইয়ের ঘটনা জানাই।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ নত ই ব যবস য় ছ নত ই

এছাড়াও পড়ুন:

‘জিল্লু’ থেকে ‘লিখন’ ঈদের সিনেমার আলোচিত ৭ পার্শ্বচরিত্র

নায়ক তো থাকেনই তবে সিনেমায় পার্শ্বচরিত্রের ভূমিকাও কম নয়। তবে বাংলা সিনেমায় পার্শ্বচরিত্র অনেক সময়ই থেকেছে উপেক্ষিত। ব্যতিক্রম এবারের ঈদের সিনেমায়, নজর কেড়েছেন পার্শ্বচরিত্রের অভিনয়শিল্পীরাও। ঈদে মুক্তি পাওয়া প্রায় সব সিনেমাতেই ছিল তাঁদের সরব উপস্থিতি। জেনে নেওয়া যাক পার্শ্বচরিত্রে আলো ছড়ানো ৭ অভিনয়শিল্পীর কথা।

শহীদুজ্জামান সেলিম
গত কয়েক বছর বড় পর্দায় নিয়মিত শহীদুজ্জামান সেলিম। দুর্দান্ত অভিনয় করেন তিনি। কিন্তু অনেক সময়ই তাঁর চরিত্রগুলো একই রকম হয়ে যায়। এবারের ঈদের তিন সিনেমায় ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’তে দেখা গেছে। এর মধ্যে ‘বরবাদ’ ও ‘জংলি’তে তাঁকে আইনজীবীর ভূমিকায় দেখা গেছে। ‘বরবাদ’-এর চরিত্রটিতে ছোট্ট হলেও দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন তিনি তবে ‘জংলি’তে তাঁর চরিত্রটি হঠাৎ কেন খলনায়কের ভূমিকা নেয় পরিষ্কার নয়।

শহীদুজ্জামান সেলিম। ছবি: আশরাফুল আলম

সম্পর্কিত নিবন্ধ