নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার সকালে ইপিজেডের নিরাপত্তা পরিদর্শক মুনসুর হাওলাদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আড়াই শ জনকে আসামি করা হয়েছে। এজাহারে ইপিজেডে অনধিকার প্রবেশ, হামলা, ভাঙচুর ও নিরাপত্তাকর্মীদের মারধর করার অভিযোগ আনা হয়েছে। গতকাল শনিবারের ওই ঘটনায় আটক ৪৬ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁদের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে ৩৯ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো.

হাসিনুজ্জামান।

মো. হাসিনুজ্জামান বলেন, ‘হামলাকারী ব্যক্তিরা বিভিন্ন এলাকার। এই হামলার পেছনে তাঁদের অসৎ কোনো উদ্দেশ্যে ছিল কি না, তাঁদের কেউ ব্যবহার করেছে কি না, সেটি আমরা খতিয়ে দেখছি।’

আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের শিশু আদালতে তোলা হয়েছে। সেখানে শুনানি শেষ হয়েছে, আদালতের আদেশের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুনসিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৩১৯ ঘণ্টা আগে

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে গ্রেপ্তার ৪৬ আসামিসহ অন্যরা আদমজী ইপিজেডের ভেতরে বেআইনিভাবে প্রবেশ করে কারখানা বন্ধ করে শ্রমিকদের ছুটি দেওয়ার দাবিতে ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ইউনিস্ক বিডি লিমিটেড, সিম্মা ইউনিট-২–এ হামলা ও ভাঙচুর করেন। তাঁরা কারখানার ভেতর থেকে শ্রমিকদের বের করার চেষ্টা করেন। কারখানাগুলোর প্রধান ফটক বন্ধ থাকায় ভেতরে ঢুকতে না পেরে কারখানার প্রধান ফটক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষতিসাধনের চেষ্টা করেন। একপর্যায়ে আসামিরা অনন্ত হুয়াজিং লিমিটেড কারখানায় হামলা করে মেইন ফটক ভেঙে অনধিকার প্রবেশ করেন এবং নিরাপত্তাকর্মীদের মারধর করেন। কারখানা বন্ধ না করলে কারখানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। আসামিরা অনন্ত হুয়াজিং কারখানার সিকিউরিটি গার্ডরুমের ভেতরে ও কারখানার সামনের জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। তাঁরা কারখানার সামনে থাকা দুটি কাভার্ড ভ্যান, একটি টয়োটা প্রাইভেট কার ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতি করেন। পরে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউস সেনাবাহিনীর ক্যাম্পে সংবাদ দিলে যৌথ বাহিনীর সহায়তায় আটক ব্যক্তিদের থানায় আনা হয়।

উল্লেখ্য, গতকাল বিকেলে ‘মার্চ ফর গাজা’ মিছিলে যোগ দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে আদমজী ইপিজেডের ভেতরে প্রবেশ করেন বহিরাগত কয়েক শ লোক। তাঁরা ইপিজেডের ভেতরে বেশ কয়েকটি কারখানা ও চার–পাঁচটি গাড়ি ভাঙচুর করেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ র কর ন প রব শ

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর করেছেন বহিরাগত শ্রমিকেরা। শনিবার বিকেলে কারখানাগুলোতে ভাঙচুর চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় ইপিজেডের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ প্রথম আলোকে বলেন, বহিরাগতরা তিনটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৪৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনের জনগণের প্রতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেওয়ার দাবিতে আজ বিকেলে মিছিল নিয়ে আদমজী ইপিজেডে ঢোকেন বহিরাগত কয়েক শ শ্রমিক। তাঁরা ইপিজেডের ভেতরে ঢুকে ইউনেসকো বিডি লিমিটেড, অনন্ত ওয়াশিং সোয়েটার ও এপিক গার্মেন্টস নামের নামের তিনটি কারখানায় ইটপাটকেল ছোড়েন। এ সময় তাঁরা কারখানার জানালার গ্লাস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। কারখানার ভেতর থেকে শ্রমিকেরা পাল্টা ইটপাটকেল ছোড়েন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা প্রথম আলোকে বলেন, ‘মার্চ ফর গাজা’ প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার দাবি জানিয়ে বহিরাগত শ্রমিকেরা ইপিজেডের ভেতরে ঢুকে তিনটি কারখানায় ভাঙচুর করেছেন। এ সময় পাল্টা ইটপাটকেল ছোড়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আদমজী ইপিজেডে হামলা ও ভাংচুরের অভিযোগে ৪৩ জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে আদমজী ইপিজেডের ভেতরে অনুপ্রবেশ, কারখানায় হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • আদমজী ইপিজেডে কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা
  • আদমজী ইপিজেডে বিশৃঙ্খলার চেষ্টা, গাড়ি ভাঙচুর : আটক ৪৫
  • সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৩