ফেসবুকে প্রেম, কলেজছাত্রীর আপত্তিকর ছবি–ভিডিও ছড়ানোর অভিযোগে তরুণ গ্রেপ্তার
Published: 13th, April 2025 GMT
ময়মনসিংহের মুক্তাগাছায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর ছবি দিয়ে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে উপজেলার চৌরঙ্গীর মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম মো.
পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তাগাছার এক কলেজছাত্রীর (১৭) সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক তৈরি করেন তাজিমুল ইসলাম। তাঁদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত কথা হতো। তাজিমুল কলেজছাত্রীকে দেখা করার জন্য চাপ দেন। দেখা না করলে সম্পর্কের বিষয়টি সবাইকে জানিয়ে দেবেন বলে হুমকি দেন। বাধ্য হয়ে ৬ এপ্রিল মুক্তাগাছা জমিদারবাড়িতে তাজিমুলের সঙ্গে দেখা করে কলেজছাত্রী। এ সময় কলেজছাত্রীর মুঠোফোন থেকে কৌশলে তার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও নেন তাজিমুল। পরে সেই ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে প্রস্তাব দেন। কিন্তু কলেজছাত্রী রাজি হয়নি। এরপর তার ছবি দিয়ে ফেসবুকে দুটি ভুয়া আইডি খোলেন তাজিমুল। পরে মেসেঞ্জারে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও পরিচিতজনদের কাছে পাঠান। এরপর কলেজছাত্রী বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিলে এপিবিএন–২–এর মুক্তাগাছার সাইবার ক্রাইম সেলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কলেজছাত্রীর পরিবার এ বিষয়ে এপিবিএন কার্যালয়ে অভিযোগ দিলে গতকাল বিকেলে উপজেলার চৌরঙ্গীর মোড় থেকে তাজিমুলকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএনের উপপরিদর্শক (এসআই) আমির খসরু বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে মুঠোফোন জব্দ করা হয়। মুঠোফোনে কলেজছাত্রীর একাধিক আপত্তিকর ছবি, ভিডিও ও দুটি ভুয়া ফেসবুক আইডি খোলার তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আপত্তিকর ছবি–ভিডিও ছড়ানোর সত্যতা স্বীকার করেছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে গতকাল রাতে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ফ সব ক গতক ল
এছাড়াও পড়ুন:
রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তির আগে ইউক্রেন দেখে যান
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যেকোনো চুক্তির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। জেলেনস্কি ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘যেকোনো ধরনের সমঝোতার আগে অনুগ্রহ করে ইউক্রেনের মানুষ, বেসামরিক লোকজন, যোদ্ধা, হাসপাতাল, গির্জা ও শিশুদের দেখে যান। খবর-বিবিসি
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮৪ জন। রোববার সকালে দুই দফায় সুমি শহরের প্রাণকেন্দ্রে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলার আগে সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল।
সরকারি চ্যানেলগুলোতে হামলার ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সেখানকার ধ্বংসস্তূপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তেও দেখা গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহোর ক্লাইমেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হামলায় অন্তত ৮৪ জন আহত হয়েছেন। এর মধ্যে সাতটি শিশু রয়েছে।
হামলা নিয়ে সুমি শহরের ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই উজ্জ্বল পাম সানডেতে আমাদের সম্প্রদায় এক ভয়াবহ বিয়োগান্তক ঘটনার সম্মুখীন হয়েছে। দুঃখজনকভাবে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে ৩১ জন নিহত হয়েছেন।’
হামলা নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি বলেন, মানুষ যখন একটি বিশেষ দিনে গির্জায় যাচ্ছিলেন, তখন ভয়াবহ হামলায় অনেকেই হতাহত হয়েছেন।
ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষেই লাখো মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। তাঁদের বেশির ভাগই সেনাসদস্য। এ ছাড়া জাতিসংঘের হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭০ লাখ ইউক্রেনীয় শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন।