গাজীপুরে যাত্রীবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।

ট্রেনটির দায়িত্বে থাকা ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম প্রথম আলোকে বলেন, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। গাজীপুর ও মৌচাকের মাঝামাঝি সালনা এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.

নাদিরুজ্জামান বলেন, ঢাকা–টাঙ্গাইল রেলওয়ে সড়কের সালনা এলাকায় ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হননি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাবনার পাকশী বিভাগীয় কার্যালয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে পুরো উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে আসছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইনচ য ত ট র নট

এছাড়াও পড়ুন:

রাজধানীতে মাদক চোরাকারবারি গ্রেপ্তার 

রাজধানীর নিউমার্কেট এলাকায় মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বাবুপুরা গলির সন্ধ্যানী চক্ষু হাসপাতাল ভবনের পশ্চিম পাশ থেকে সাবিনা জেসমিন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।

নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন জানান, সাবিনা ভাসমান মাদক চোরাকারবারি। এলাকায় ঘুরে ঘুরে মাদক বিক্রি করতেন। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি কামরাঙ্গীচর এলাকায় থাকেন। 

তিনি জানান, শরীরে বিশেষ কায়দায় মাদক বহন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ