কিছু বিভ্রান্তি তৈরি হওয়ায় সেগুলো দূর করার লক্ষ্যে চারটি বিসিএস পরীক্ষা ও ফলাফলের বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  

মৌখিক, লিখিত ও প্রিলিমিনারি পরীক্ষা ও ফলাফলের সূচি নিয়ে পিএসসির নির্দেশনার বাইরে যেসব ভাসা ভাসা তথ্য ছড়িয়েছে, সেগুলো যে ঠিক নয়; তা জানিয়ে রবিবার (১৩ এপ্রিল) বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি নিয়োগের সর্বোচ্চ সংস্থাটি।

৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষা ও ‍সূচি নিয়ে বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া দিয়েছে পিএসসি।

আরো পড়ুন:

৪৪তম বিসিএসের একদিনের মৌখিক পরীক্ষার সূচি পরিবর্তন

৪৭তম বিসিএসের আবেদনের সময় বাড়ল

এতে বলা হয়েছে, কিছু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা নিয়ে ভিত্তিহীন এবং খণ্ডিত তথ্য সরবরাহ করা হচ্ছে, যা বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে।  

এমন পরিস্থিতিতে পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব মহলের মধ্যে থাকা এসব বিভ্রান্তি দূর করার লক্ষ্যে পরিষ্কার তথ্য দিয়েছে পিএসসি।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক সব বিষয় আগামী ৮-১৯ মের মধ্যে এবং পদসংশ্লিষ্ট বিষয়ে সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।

২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত মৌখিক পরীক্ষা ১৬ জুনের পর দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে এবং সেই সূচি শিগগির জানিয়ে দেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। 

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্ব ঘোষিত ২৭ জুনের পরিবর্তে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জট নিরসনের জন্য সব বিসিএস প্রার্থীর উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষা গ্রহণের জন্য অপরিহার্য কিছু বিষয় যেমন প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।

সময়ে সময়ে নেওয়া পিএসসির সিদ্ধান্ত জানার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে নিয়মিত দৃষ্টি রাখার পাশাপাশি ওই ওয়েবসাইটে দেওয়া তথ্যকেই একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচনা করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঢাকা/হাসান/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব স এস প এসস ম খ ক পর ক ষ পর ক ষ র ব স এস প ব স এস র র জন য প এসস

এছাড়াও পড়ুন:

৪৭তম বিসিএস প্রিলিমিনারির নতুন তারিখ ঘোষণা

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার পিএসসির জনসংযোগ দপ্তরের কর্মকর্তা সাহিদা খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে পিএসসি ২৭ জুন এই পরীক্ষার নেওয়ার কথা ছিল। চাকরিপ্রার্থীদের দাবির মুখে অবশেষে সেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয় পিএসসি। ফলে গত ১০ এপ্রিল এই সিদ্ধান্ত পরিবর্তন করে আগস্টের প্রথম দিকে এই পরীক্ষা হতে পারে বলে জানানো হয়। তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে।

২০২৪ সালে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

বর্তমানে চারটি বিসিএস পরীক্ষার জট লেগেছে। এর মধ্যে কোনো কোনো বিসিএসের কার্যক্রম চলছে সাড়ে তিন বছর ধরে। এগুলোর মধ্যে ৪৪ তম, ৪৫তম ও ৪৬তম বিসিএসের প্রক্রিয়া শুরু হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। সর্বশেষ গত নভেম্বরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।


এমন পরিস্থিতিতে বিদ্যমান চারটি বিসিএসের জট শেষ করে পরবর্তী সময়ে একেকটি বিসিএস এক বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে বর্তমান পিএসসি কর্তৃপক্ষ। পাশাপাশি বিসিএস পরীক্ষার বিদ্যমান পাঠ্যসূচিতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৪-৪৭তম বিসিএস পরীক্ষা দ্রুত শেষ করতে যেসব পরিকল্পনা নিল পিএসসি
  • ৪৪-৪৭তম বিসিএস পরীক্ষা দ্রুত শেষ করতে পরিকল্পনা জানাল পিএসসি
  • ৪৪–৪৭তম বিসিএস দ্রুত শেষ করতে যে পরিকল্পনা জানাল পিএসসি
  • ৪৭তম বিসিএস প্রিলিমিনারির নতুন তারিখ ঘোষণা