নব্বইয়ের দশক থেকে যার সুরে মাতোয়ারা গোটা দেশ, সেই প্রিন্স মাহমুদ আবারও সিনেমায় নিয়ে এলেন যেন চিরচেনা স্বাদ। এই নন্দিত সুরকারের সুরে প্রথমবার গাইলেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। গানের শিরোনাম ‘যদি আলো আসত’। ‘এই হাহাকার মেশানো ভুল/ এই ক্লান্তির কালো ফুল/ চোখের নিচে জায়গা পেত না/ ভালো কেউ বাসে না বুঝছে না এ হৃদয়/ আমার সাথে বল কেন এমন হয়’– ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমার জন্য এমন কথার গানটি লিখেছেন প্রিন্স মাহমুদ নিজেই।

 পাশাপাশি সংগীত পরিচালনাও করছেন তিনি। সম্প্রতি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হওয়ার পর আড়াই লাখের বেশি শ্রোতা গানটি উপভোগ করেছেন। মন্তব্যের ঘরে দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন কী অসাধারণ, প্রিন্স স্যারের সুর মানেই ঘোর। হাবিবের কণ্ঠে কী যে মায়া গানটায়। 

এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, ‘‘জংলি’ সিনেমার অন্য গানগুলোর মতো শ্রোতারা ‘যদি আলো আসত’ গানটিরও মায়ায় পড়বেন, অনেকদিন ধরে শুনবেন। গাড়িতে, বাড়িতে সব জায়গায় শুনবেন। চাপ যখন থাকবে, তখনও গানটি শুনতে ইচ্ছা করবে। হাবিবের নিজেরই যথেষ্ট সুন্দর সুন্দর গান আছে। নতুন নতুন গানের মাধ্যমে তাঁর ভয়েসের আরও ব্যবহার হবে। আমাদের এ গানে তাঁর ভয়েস একটু আলাদাভাবে বেরিয়ে এসেছে। সবাই একটু আলাদাভাবে ট্রিট করছেন। যিনি শুনছেন, তিনিই প্রশংসা করছেন।”  

এম রাহিম পরিচালিত সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।  

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তমা থেকে ইধিকা, নায়িকাদের মধ্যে কে কেমন করলেন

ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’–এ সে অর্থে কোনো নায়িকা ছিল না। পুলিশি তদন্ত ঘরানার সিনেমাটি এগিয়েছে প্রধান অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে। এ ছাড়া ‘অন্তরাত্মা’ সিনেমাটি সেভাবে শো পায়নি। বাকি চার সিনেমার মধ্যে তিনটির নায়িকা তমা মির্জা, ইধিকা পাল ও শবনম বুবলীকে নিয়েই কথা হয়েছে বেশি। ঈদের ছবির নায়িকারা কে কেমন করলেন?

ঈদে সবচেয়ে বেশি হলে প্রদর্শনী চলছে মেহেদী হাসানের ‘বরবাদ’ সিনেমাটির। শাকিব খানের বিপরীতে সিনেমাটির নায়িকা ইধিকা পাল। পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর বড় পর্দার ক্যারিয়ার শুরু হয় দুই বছর আগে, শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে। মাঝে গত বছর দেবের বিপরীতে ‘খাদান’ করেছেন। ‘প্রিয়তমা’ ও ‘খাদান’ ব্যবসায়িক সাফল্য পেয়েছে, ‘বরবাদ’ও হাঁটছে একই পথে। তিন সিনেমাতেই ইধিকার অভিনয় প্রশংসিত হয়েছে।

শাকিব খান ও ইধিকা পাল। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ