‘তৌহিদী জনতার’ চিঠিতে বাতিল হলো শেষের কবিতা নাটকের প্রদর্শনী
Published: 13th, April 2025 GMT
নাটকপাড়া খ্যাত বেইলি রোডের মহিলা সমিতিতে আজ রোববার ও আগামীকাল সোমবার দুইদিনব্যাপী শেষের কবিতা নাটক প্রদর্শনের কথা ছিল। কিন্তু সেটি আর হচ্ছে না ‘তৌহিদী জনতার’ উড়ো চিঠির কারণে। হুমকিমূলক বক্তব্য ‘এ নাটকের প্রদর্শনীর সময় মহিলা সমিতিতে ভাঙচুর হলে তার দায় ‘তৌহিদী জনতা' নেবে না’ এমন চিঠি পেয়ে মহিলা সমিতি নাট্যদল প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তন বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়।
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে টানা দুই দিন এ নাটকের প্রদর্শনী উপলক্ষে মহড়ার সব প্রস্তুতি শেষ হয়েছিল। এমন সময় ‘তৌহিদী জনতার’ হুমকির চিঠি পেয়ে নাটকের প্রদর্শনী বাতিল করা হলো।
‘শেষের কবিতা’ নাটকের নির্দেশক নূনা আফরোজ রোববার বলেন, ‘আমরা সব রকম প্রস্তুতি শেষ করে প্রদর্শনীর জন্য প্রস্তুত ছিলাম। সকালে আমাদের জানানো হলো, মিলনায়তনের বরাদ্দ বাতিল করা হয়েছে। ‘তৌহিদী জনতা’ নাকি হুমকি দিয়েছে।’
হুমকির ওই চিঠিতে বলা হয়েছে, নাটকটির প্রদর্শনীর সময় মহিলা সমিতিতে ভাঙচুর হলে তার দায় ‘তৌহিদী জনতা’ নেবে না। এর প্রেক্ষিতে ‘নিরাপত্তার’ কথা বিবেচনায় নিয়ে মহিলা সমিতি কর্তৃপক্ষ প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তন বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে মহিলা সমিতির এক্সিকিউটিভ অফিসার সৈয়দা শারমিন আরা জানান, মহিলা সমিতির নিরাপত্তার কথা ভেবে প্রাঙ্গণেমোরকে মিলনায়তন বরাদ্দের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আমাদের কাছে একটা চিঠি এসেছে ‘তৌহিদী জনতা’ নামে। তবে এই বিষয়টি পুলিশকে জানানো হয়নি। মহিলা সমিতি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে এই বরাদ্দ বাতিল করেছে।
নাটক মঞ্চস্থ করার সকল প্রস্তুতি শেষে এমন সংবাদ পেয়ে রোববার সকালে নূনা আফরোজ ফেসবুক পোস্টে লিখেছেন, সংস্কৃতি অঙ্গন ও দেশের সচেতন মানুষেরা বলুন, কী করব? এমনই চলতে থাকবে?
এদিকে আকস্মিক মিলনায়তন বরাদ্দ বাতিলের প্রতিবাদ জানাতে আজ বিকেল ৫টায় মহিলা সমিতির সামনে শেষের কবিতা নাটকের পোশাক পরে নাট্যকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে প্রাঙ্গণেমোরের পক্ষ থেকে জানানো হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। প্রাঙ্গণেমোর এর ষষ্ঠ প্রযোজনা এটি। এর আগে ফেব্রুয়ারিতে এই মহিলা সমিতি মিলনায়তনে ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত হয়েছিল হুমকির মুখে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন টক স স ক ত চর চ প র ঙ গণ ম র বর দ দ ব ত ল প রস ত ত ব ত ল কর
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষ
মুন্সীগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বিএনপির আনন্দ শোভাযাত্রায় হওয়া সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ঘটনাটি ঘটে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম দুইজনকে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
শরীয়তপুরে আবারো ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ
নলকূপের পানি নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাসপাতালে চিকিৎসা নেওয়া দুইজন হলেন- মো. শুভ (২৮) ও শীমন (২০)। তাদের বাড়ি সদর উপজেলায় গোসাইবাগ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আজ দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। এতে জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের পাশাপাশি দলটির নেতাকর্মীররা অংশ নেন। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় শোভাযাত্রাটি পৌঁছালে কিছু নেতাকর্মীর মধ্যে কথাকাটাকাটি ও হট্টগোল শুরু হয়য়। পরে তারা সংঘর্ষে জড়ান। এসময় আহত হন কয়েকজন। পরে শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসা নেন।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিবি মহিউদ্দিন আহমেদ বলেন, “আমি শোভাযাত্রার অগ্রভাগে ছিলাম। পেছনে কারা হট্টগোল করেছে তা আমি দেখিনি। পরে নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কথা কাটাকাটির জোরে কয়েকজনের মধ্যে ঘটনাটি ঘটতে পারে। তাদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম বলেন, “আজ দুপুরে দুইজন চিকিৎসা নিয়েছেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, “তুচ্ছে ঘটনা নিয়ে কিছুটা হট্টগোলের খবর পেয়েছি। তবে নিজেরাই তা মিটিয়ে নিয়েছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”
ঢাকা/রতন/মাসুদ