সিনেমার বাজেট ১০০ কোটি, সানি দেওল একাই নিয়েছেন ৫০ কোটি!
Published: 13th, April 2025 GMT
বলিউডেরনব্বইয়ের দশকের অন্যতম সেরা নায়ক সানি দেওলকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় প্রতিবছরই সিনেমা করছিলেন বটে, তবে সেগুলো মনে রাখার মতো কিছু ছিল না। কিন্তু ‘গদার ২’ দিয়ে প্রবলভাবে ফিরে আসেন এই অ্যাকশন তারকা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, ‘গদার ২’-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিক ছয় গুণ বাড়িয়েছেন সানি। যার প্রমাণ মেলে পরবর্তী সিনেমা ‘জাট’ এ।
গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানির ‘জাট’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি। তবে সিনেমাটির জন্য সানি পারিশ্রমিকও নিয়েছেন আকাশছোঁয়া! সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ৯ কোটি রুপি ও দ্বিতীয় দিনে ৬ কোটি রুপি। বেশ পছন্দও করছেন দর্শকরা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, জাটের বাজেট ১০০ কোটি টাকা। আর এতে অভিনয়ের জন্য সানি পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি টাকা। সিনেমার বাজেটের অর্ধেকই তার পারিশ্রমিক!
মুক্তির আগে ট্রেলারও প্রশংসিত হয়েছে বেশ। তাই তো দর্শকও আশায় রয়েছেন, এই সিনেমার মাধ্যমে একটা হিট ছবি উপহার দিতে যাচ্ছেন সানি। এর আগে তিনি ‘গাদার ২’-এর জন্য সানি পারিশ্রমিক পেয়েছিলেন আট কোটি রুপি। অর্থাৎ মাত্র বছর দুইয়ের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি। সামনে আসছে তার ‘লাহোর ১৯৪৭’ যেখানে প্রীতি জিনতার বিপরীতে দেখা মিলবে সানির।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দখলদারদের ছাড় দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক
“ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খাল, মাঠ, পার্ক, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। দখলদারদের বিরুদ্ধে নিয়মিতভাবে এই অভিযান চলতে থাকবে। দ্রুত সময়ের মধ্যে মোহাম্মদপুর হাইক্কার খালের সব অবৈধ স্থাপনা ও ভবন উচ্ছেদ করা হবে। আমি নিজে উপস্থিত থাকব। অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।”
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-৫ এর বাসিন্দাদের সাথে গণশুনানিতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এসব কথা বলেন।
টিসিবি কার্ডের তালিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, “পূর্বে তৈরি করা টিসিবি কার্ডের তালিকা নিয়ে সব জায়গা থেকে অভিযোগ পাচ্ছি। আমি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছি এগুলো যাচাই-বাছাই করে সঠিক তালিকা প্রণয়ন করার জন্য। নতুন তালিকা প্রণয়নে কোনোভাবেই রাজনৈতিক প্রভাব থাকতে পারবে না। সঠিক ব্যক্তিকে টিসিবি কার্ডের জন্য নির্বাচন করা হবে।”
আরো পড়ুন:
ফয়জুল করীমকে মেয়র ঘোষণা চেয়ে মামলা
‘ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবার জন্য ডিএনসিসির ঈদ আনন্দ উৎসব’
প্রশাসক বলেন, “ফুটপাতে হকারদের উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। আমরা জানি হকারদের এই কার্যক্রমের পেছনে চাঁদাবাজদের চক্র রয়েছে। চাঁদাবাজ চক্রে জড়িতদের বলছি আপনারা এসব বন্ধ করেন। হকারদের উচ্ছেদের জন্য চাদাবাজদেরও ধরা হবে।”
প্রশাসক আরো বলেন, “অনেক জায়গায় লাইট নষ্ট হয়ে যাওয়ার তথ্য পাচ্ছি। ডিএনসিসির বিদ্যুৎ সার্কেলকে নির্দেশ দিয়েছি, নষ্ট বাতিগুলো দ্রুত মেরামত করা হবে।”
রাস্তা ও ড্রেন খোড়াখুড়ির বিষয়ে এক নাগরিকের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক জানিয়েছেন, “আগামী ৩০ মে এর মধ্যে ডিএনসিসি এলাকার রাস্তা ও ফুটপাতের খোড়াখুড়ি মেরামত করা হবে। নতুন করে কোন খোড়াখুড়ি করতে দেওয়া হবে না।”
গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
ঢাকা/এএএম/এসবি