রোহিঙ্গা সংকট– জাতিসংঘ মহাসচিবের বার্তা এবং প্রত্যাবাসন প্রসঙ্গ
Published: 13th, April 2025 GMT
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নির্যাতিত হয়ে আট লক্ষাধিক রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় গ্রহণের আট বছরের মাথায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন। উল্লেখ্য, তখনকার পরিসংখ্যান অনুসারে ৮ লাখ ৭১ হাজার ৯২৪ জন রোহিঙ্গা নিবন্ধিত হলেও ১৯৯১-৯২ সময়ে আশ্রিত রোহিঙ্গার অবশিষ্ট এবং প্রতিবছর ৩০ হাজারেরও বেশি নতুন জন্মসহ বর্তমানে রোহিঙ্গা সংখ্যা ১২ লাখের বেশি। এর বাইরেও বিভিন্ন সময়ে অনেক রোহিঙ্গা অনুপ্রবেশ করে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশে গেছে, যাদের অনেকেই অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করে সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে। ২০২০-২২ সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটির রোহিঙ্গা মানবিক কর্মসূচির দায়িত্ব (হেড অব অপারেশনস) পালনকালে উখিয়া, টেকনাফ, রামু এমনকি দূরের উপজেলা কুতুবদিয়ায়ও দেখেছি, অনেক রোহিঙ্গা সেখানে স্থানীয়দের মতোই বিভিন্ন পেশায় নিয়োজিত। ফলে প্রতিনিয়ত স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্বের ঘটনা ঘটে। কারণ রোহিঙ্গারা কম মজুরিতে কাজ করায় স্থানীয়দের রোজগারে ঘাটতি হয়। আরও সমস্যা রয়েছে। যেমন– রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয়দের মাদক চোরাচালানে জড়িয়ে পড়া, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, ক্যাম্পে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিতে রোহিঙ্গাদের প্রাধান্য দেওয়া, স্থানীয় ব্যবসায় রোহিঙ্গাদের জড়ানো, রোহিঙ্গা-স্থানীয় বিয়ে ও তৎসংক্রান্ত দ্বন্দ্ব, সামাজিক বিশৃঙ্খলা ইত্যাদি।
রোহিঙ্গারা ক্যাম্পে নিয়মিত সুবিধা (খাদ্য, চিকিৎসা, অন্যান্য) পেলেও জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে ১৫০ বর্গফুটের ছোট্ট একটি ঘর আর কাঁটাতারের সীমানায় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এবং সর্বোপরি প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত শিশুকিশোরদের অনিশ্চিত ভবিষ্যতের কারণে তাদের নিজ ভূমিতে ফিরতে ব্যাকুল। পেশাগত দায়িত্ব পালনের সুযোগে অনেক রোহিঙ্গার সঙ্গে বিভিন্ন সময়ে আলাপচারিতায় শুনেছি তাদের এমন ব্যাকুলতার কথা। জাতিসংঘ মহাসচিবও রোহিঙ্গাদের সঙ্গে তাঁর সংলাপের প্রসঙ্গে বলেছেন, ‘বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে তাদের নিজ ভূমিতে ফিরতে চায়।’ কিন্তু একই সঙ্গে তিনি প্রকারান্তরে তাঁর সীমাবদ্ধতার কথাই ব্যক্ত করলেন, ‘তবে এ প্রত্যাবাসন তখনই সম্ভব হবে যখন আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে পারবে এবং রোহিঙ্গাদের অধিকার সুরক্ষিত থাকবে।’
রোহিঙ্গাদের অনিশ্চিত প্রত্যাবাসন এবং তাদের উপস্থিতির ফলে দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা থেকে পরিত্রাণ পেতে এ বছরের ৩ জানুয়ারি কক্সবাজারে স্থানীয় অধিবাসীদের এক প্রতিবাদ সভা ও মানববন্ধনে সাত দফা দাবি উত্থাপন করা হয়– ১.
২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হলে তড়িঘড়ি করে মিয়ানমারের সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। সে অনুসারে ওই বছরের ডিসেম্বর থেকেই প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ আট বছরে একজন রোহিঙ্গাও প্রত্যাবাসিত হয়নি। বরং ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামরিক শাসন এবং পরে জাতিগত দাঙ্গাজনিত কারণে নতুন করে অন্তত ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং মিয়ানমারের অভ্যন্তরেই ৩৫ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত (আইডিপি) হয়েছে। এদিকে ২০২৩ সালের ডিসেম্বরে পাইলট প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। কারণ রোহিঙ্গারা এবং আন্তর্জাতিক গোষ্ঠী রোহিঙ্গা প্রত্যাবাসনের সঙ্গে শর্ত দেয়– ‘প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ’– যা নিশ্চিত করা দুরূহ। জাতিসংঘ মহাসচিবও প্রত্যাবাসন প্রসঙ্গে এটি পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি যথার্থই বলেছেন, ‘মিয়ানমারে ফেরার পর তাদের যেন কোনো ধরনের বৈষম্যের শিকার হতে না হয়, তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিপীড়ন ও বঞ্চনার শিকার। তাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসন টেকসই হবে না।’ তিনি জানান, তরুণ রোহিঙ্গারা উচ্চশিক্ষার সুযোগ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা জানিয়ে তাদের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছে।
সমকালীন বৈশ্বিক প্রেক্ষাপট, বিশেষত গাজা ও ইউক্রেন যুদ্ধ এবং আফ্রিকার বিভিন্ন দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও খাদ্য সংকটের আবর্তে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক নজর হারানোর পর্যায়ে ছিল। জাতিসংঘ মহাসচিবের সফর এবং তার আগে ইউএনইচসিআর প্রধান ফিলিপ্পো গ্রান্ডির সফর রোহিঙ্গা সংকট ও তাদের প্রত্যাবাসন ইস্যুটি আন্তর্জাতিক মহলের নজর ফেরাতে সক্ষম হবে এমনটা আশা করা যায়। জাতিসংঘ মহাসচিবও আশ্বাস দিয়েছেন, তিনি রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করাসহ তাদের প্রত্যাবাসন বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরবেন।
বাংলাদেশকেই এ সমস্যা সমাধানে উদ্যোগ অব্যাহত রাখতে হবে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক সফরের ফলে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক মহলে পুনর্জাগরণ হবে বলেই আমাদের বিশ্বাস। এর আগে তিনি ইস্যুটি গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদেও উত্থাপন এবং জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল (সেফ জোন) প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন, যা জাতিসংঘ গ্রহণ করেছে। এ বছরের শেষাংশে কাঙ্ক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। এ ছাড়া মিয়ানমারের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ চীনের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি আলোচনা করতে হবে। অনুমিত যে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের কর্মসূচিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গটি অন্তর্ভুক্ত থাকবে। মিয়ানমারের জন্য গুরুত্বপূর্ণ দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর ফোরাম আসিয়ানেও রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করতে হবে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ইস্যুটি আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও তিমুর লিসতের নেতৃত্বের কাছে তুলে ধরেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত ইমেজ ব্যবহার এবং একটি পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি একটি সুবিধাজনক পর্যায়ে পৌঁছানো সম্ভব হলে পরবর্তী রাজনৈতিক সরকারের পক্ষে তার বাস্তবায়ন সহজতর হবে। তবে ততদিন পর্যন্ত মানবিক অঙ্গীকারের অংশ হিসেবে রোহিঙ্গাদের জন্য বিদ্যমান সুবিধা নিশ্চিত করতে হবে, যে আশ্বাস সদ্য সফরকারী জাতিসংঘ মহাসচিবও ব্যক্ত করেছেন।
এম. এ. হালিম: সাবেক পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
উৎস: Samakal
কীওয়ার্ড: ন শ চ ত কর প রসঙ গ ক ত কর র জন য বছর র
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে নববর্ষেও স্কুলে পাঠদান, প্রধান শিক্ষক বললেন অপরাধের কিছু নেই
বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখের দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করলেও সোনারগাঁয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বৈদ্যেরবাজার নেকবর আলী (এনএএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে চলছে পাঠদান।
সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে এই স্কুলে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করাতে দেখা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, যেহেতু বিদ্যালয়টি বর্তমানে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র তাই বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। তাই শিক্ষার্থীদের পড়া যেন পিছিয়ে না যায় সেজন্য শ্রেণিকক্ষে পাঠদান করানো হচ্ছে। এতে তো অপরাধের কিছু নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বৈদ্যেরবাজার নেকবর আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন শ্রেণিকক্ষে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত চলছে পাঠদান কর্মসূচি।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হাতে বেত নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছেন।
১০ম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা ইসলাম জানান, আমাদের শিক্ষকরা বিদ্যালয়ে আসতে বললে তো আসতেই হবে। আমাদের ক্লাস করানো হবে বলে বই-খাতা নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বছর আমাদের এসএসসি পরীক্ষা তাই শিক্ষকরা ক্লাস করানো হবে বলে জানিয়েছেন।
নবম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান জানান, রোববার শিক্ষকরা ক্লাস করানো হবে জানিয়ে আমাদের বই-খাতা নিয়ে স্কুলে আসতে বলেছে তাই আজকে আসছি।
বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিন জানান, বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এখানে আমরা চাকরি করি তাই তাদের নির্দেশনা পালন করতে হবে।
ক্লাস করানোর সময় আরেকজন শিক্ষক জানান, এবার বই দিতে অনেক বিলম্ব হয়েছে। তাই ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে। এজন্য আজকে ক্লাস করানোর নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের নিয়ে এসে ক্লাস করানো হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই, আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। এমন একটি দিনে ক্লাস করানো ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।