প্রতি ছক্কায়, প্রতি উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য ১ লাখ রুপি
Published: 13th, April 2025 GMT
ব্যাটসম্যান মারবেন ছক্কা, বোলার নেবেন উইকেট—পাকিস্তানের পিএসএলে মুলতান সুলতানসের এসব সাফল্যে হাসি ফুটবে ফিলিস্তিনেও। এবারের পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে তাদের জন্য তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি।
গতকাল মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে ১৫ লাখ রুপি। টুর্নামেন্টে আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে মুলতান।
ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’
মুলতান সুলতানসের খেলোয়াড়েরা ফিলিস্তিন শিশুদের জন্য অনুদান দিচ্ছেন।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিএসএলে খেলতে পারবেন না লিটন
অনেক আশা নিয়ে গোটা পিএসএলের গোটা মৌসুম খেলতে গিয়েছিলেন লিটন কুমার দাস। অফ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে রানে ফিরিয়ে আনতে বিসিবিও স্বাছন্দ্যে দিয়েছিল এনওসি। করাচি কিংসের হয়ে খেলতে যাওয়ার ব্যাপারে লিটননেরও ছিলেন দারুণ আগ্রহী। পাকিস্তান যাত্রার পথে বিমান থেকে তোলা ছবি ও হোটেলে তাঁকে দেওয়া অভ্যর্থনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সানন্দ্যে।
তবে মানুষের ইচ্ছে ও স্রষ্টার পরিকল্পনার মাঝে যে ফারাক থেকে যায়। তাই লিটনকে ফিরে আসতে হচ্ছে পাকিস্তান থেকে। শনিবার (১২ এপ্রিল) নিজের ফেসবুক পেজে একটা বার্তায় ব্যাপারটা নিশ্চিত করেছেন লিটন। এই ৩০ বছর বয়সী কিপার-ব্যাটার জানান তাঁর আঙ্গুলে চোট পেয়েছেন তিনি।
বিস্তারিত আসছে......
আরো পড়ুন:
ওয়াসিম-ইমরান পারলে তাসকিন কেন পারবে না, সুজনের প্রশ্ন
পিএসএলে যাচ্ছেন লিটন-রিশাদ-নাহিদ
ঢাকা/নাভিদ