শোভাযাত্রার আগেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সম্ভব হব: ডিএমপি কমিশনার
Published: 13th, April 2025 GMT
ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ আগুনে পোড়ানোর তদন্ত খুব কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। সোমবার সকালে শোভাযাত্রা শুরুর আগেই জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সম্ভব হব, ইনশাআল্লাহ।
রোববার বেলা সাড়ে ১১টায় রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, খুব শিগগির গ্রেপ্তারের খবর আপনাদের দিতে পারব আশা করি। আগামীকাল (সোমবার) আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই আগুনের ঘটনার মামলার ভালো খবর দেওয়া হবে।
নববর্ষের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকায় ১৮ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া রয়েছেন র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। রমনার বটমূলে প্রবেশের জন্য তিনটা গেট এবং বের হওয়ার জন্য থাকবে দুইটা গেট। বিকাল পাঁচটার পর রমনায় কেউ ঢুকতে পারবে না।
শোভাযাত্রার নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, মাঝপথ থেকে কেউ শোভাযাত্রায় প্রবেশ করতে পারবে না। শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে শাহবাগ মোড়ে যাবে। এরপর শাহবাগ মোড় ঘুরে টিএসসি হয়ে শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে আবার টিএসসি ও চারুকলায় গিয়ে শোভাযাত্রা শেষ হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নববর্ষে কী রান্না করলেন জয়া
২ / ৭জয়া বলেন, ‘নববর্ষ উদ্যাপন তো প্রায় ৪-৫ দিন ধরে চলছে। গতকাল যেমন আমি নিজেই রান্না করেছিলাম। মেনুতে ছিল ইলিশ মাছের লেজভর্তা, লাল চালের পান্তা, ইলিশ মাছ, নারকেলভর্তা, শুঁটকিভর্তা, আম-ডাল। আর হাতে তৈরি রসগোল্লা।’ অভিনেত্রীর ফেসবুক থেকে