বেসরকারি সংগঠন ‘আশা’ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘এডুকেশন অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। ১০ এপ্রিল প্রকাশিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল থেকে। নিয়মিত বেতনের বাইরেও সংগঠনের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

পদের নাম: এডুকেশন অফিসার
পদসংখ্যা: ৮
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: ৪২,৬০০ টাকা প্রবেশন অবস্থায়। প্রবেশনের সময় এক বছর। সফলভাবে প্রবেশন শেষে আশার বেতন স্কেল অনুযায়ী বেতন ও সুযোগ সুবিধা পাবেন কর্মী।

আরও পড়ুননাটোর সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে চাকরি, পদ ৯৮১০ এপ্রিল ২০২৫

অন্যান্য সুযোগ-সুবিধা

কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড

গ্র্যাচুইটি

বার্ষিক বেতন বৃদ্ধি

উৎসব ভাতা

বৈশাখী ভাতা

কর্মচারী গ্রুপ বেনিফিট ফান্ড।

আবেদনকারীর বয়স: ৩৫ বছরের মধ্যে হতে হবে

আবেদনের যোগ্যতা

সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে

এমএড থাকা প্রার্থীরা এ চাকরিতে অগ্রাধিকার পাবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ এপ্রিল ২০২৫ পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত১০ এপ্রিল ২০২৫

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য সব বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনপল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নেবে ১৩৩০ জন, আবেদন করুন দ্রুত২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যবিপ্রবিতে ভুয়া বেতন বিল তৈরি অভিযোগে তদন্ত কমিটি গঠন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অর্থ কেলেঙ্কারির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযোগে আউটসোর্সিং জনবল হিসেবে কর্মরত পাঁচজন অনুপস্থিত কর্মচারীর নামে ভুয়া বেতন বিল তৈরি ও সিকিউরিটি সার্ভিস কোম্পানি ‘বিএসএস’ এর সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১৩ এপ্রিল) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, যবিপ্রবিতে আউটসোর্সিং জনবল হিসেবে কর্মরত অনুপস্থিত পাঁচজন কর্মচারীর তিন মাসের ভুয়া বেতন বিল তৈরি ও সিকিউরিটি সার্ভিস কোম্পানি ‘বিএসএস’ এর সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠে যবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার (স্টেট ও নিরাপত্তা শাখা) মো. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে।

এছাড়া গত মাসের বেতন শিটে কর্মচারীদের স্বাক্ষরে গড়মিল থাকায় অডিট আপত্তি জানায় বিশ্ববিদ্যালয়ের অডিট সেল। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস এম নুর আলমকে আহ্বায়ক ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রিয়াজুল হককে সদস্য সচিব করা হয়েছে ।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার এবং তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহার।

ঢাকা/ইমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • রুয়েটে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে ডিপ্লোমা কোটা বাতিলের দাবি
  • বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসের ৫৪ জনকে চাকরিচ্যুত
  • যবিপ্রবিতে ভুয়া বেতন বিল তৈরি অভিযোগে তদন্ত কমিটি গঠন