লালমনিরহাটের রাব্বি জন্মের পর কখনো ভাত খাননি
Published: 13th, April 2025 GMT
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রাব্বি ইসলাম (২০) জন্মের পর থেকে ভাত খান না। তাঁর যখন ছয় মাস বয়স, তখন তাঁর মুখে ভাত দেওয়া হয়েছিল, কিন্তু মুখে নেননি। ভাত খাওয়ানোর চেষ্টা করলে বমি করে ফেলতেন। জোর করে ভাত খাওয়ালে অসুস্থ হয়ে পড়তেন। এ জন্য হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। এর পর থেকে তিনি আর কখনো ভাত খাননি।
রাব্বি ইসলামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামে। রাব্বির বাবা রমজান আলী ঝালমুড়ি বিক্রি করেন, মা ফরিদা বেগম গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে রাব্বি দ্বিতীয়। বর্তমানে তিনি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছেন।
রাব্বি শুধু ভাত নয়; বিরিয়ানি, পায়েস ও শাকসবজি খেতে পারেন না। এসব মুখে দিলেই তাঁর বমি আসে। দুই বছর বয়স পর্যন্ত তিনি মায়ের বুকের দুধ ও গরুর দুধ খেতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রুটির পাশাপাশি নুডলস, ডিম, মুড়ি ও ফলমূল খেতে শুরু করেন। এখন বাড়িতে রান্না করা নুডলস, মাছ, মাংসের তরকারি তাঁর প্রধান খাবার।
ভাত খেতে না পারার কারণ জানতে চাইলে রাব্বি ইসলাম বলেন, ‘আমি আমার জীবনে কোনো দিন ভাত খাইনি। ভাতের গন্ধ আমি সহ্য করতে পারি না। ভাত দেখলে কেমন বমি আসে। এখন বেশির ভাগ সময় নুডলস খাই ও এর সঙ্গে অন্যান্য খাবার খাই। তিন বেলার খাবার তালিকায় প্রায় দুই বেলা নুডলস থাকে। নুডলস আমার পচ্ছন্দের খাবার, খেতেও ভালো লাগে। আমি ভাত না খেয়েও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।’
রাব্বির মা ফরিদা বেগম বলেন, জন্মের ছয় মাস বয়সে ছেলের মুখে যখন ভাত দেন, তখন সে বমি করে ফেলে দেয়। এরপর যতবার ভাত খাওয়াতে চেয়েছেন, সে কান্নাকাটি করত, বমি করত। অনেক চিকিৎসক দেখিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তাঁদের সামান্য আয়ের সংসার। ভাতের বদলে অন্য কিছুর আয়োজন করলে খরচ বেড়ে যায়। তারপরও অন্য কিছু খাইয়ে ছেলেকে বড় করেছেন। রাব্বির বাবা রমজান আলীও একই কথা বলেন।
রাব্বির প্রতিবেশী হামিদুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে রাব্বিকে দেখছেন তিনি। তাঁকে কখনো ভাত খেতে দেখেননি তিনি।
এ বিষয়ে বাউরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হারুন মিয়া বলেন, ‘রাব্বি ইসলাম নামের এক যুবক জন্মের পর থেকে ভাত খান না, এমনটা শুনেছি।’
বিষয়টি নিয়ে প্রথম আলো জানতে চেয়েছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ চৌধুরীর কাছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলেছেন। তাঁরা বলেছেন, এই ধরনের খাদ্যাভ্যাসের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। যে কেউ যেকোনো ধরনের খাবারে অভ্যস্ত হতে পারেন। ভাত না খেয়েও যদি কেউ প্রয়োজনীয় পুষ্টিকর অন্য খাবার খান, তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতীয় ছবিতে পাকিস্তানি নায়ক, কী বলছেন সুস্মিতা
২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্র সমিতির সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানি শিল্পীরা ভারতে কাজ করতে পারতেন না। ভারতের বাসিন্দা না হলে ভারতে কাজ করা যেত না। তবে সেই সব বিধিনিষেধ টপকে ৯ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। আগামী ৯ মে ‘আবির গুলাল’ নামের একটি সিনেমার মাধ্যমে কামব্যাক করতে চলেছেন তিনি। এ প্রসঙ্গে কথা বলেছেন সুস্মিতা সেন। খবর হিন্দুস্তান টাইমসের।
ফাওয়াদ খানের বলিউডে প্রত্যাবর্তন নিয়ে আপত্তি প্রকাশ করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, শিবসেনা নেতা সঞ্জয় নিরূপম, অশোক পণ্ডিতসহ অন্যরা।
ফ্যাশন উইকের র্যাম্পে সুস্মিতা সেন