বার্সা কোচের দাবি- মার্তিনেসের ট্যাকেল গোলের সমান
Published: 13th, April 2025 GMT
শেষ বাঁশি বাজতে বেশি দেরি নেই, এমন সময় বার্সেলোনার সেন্টারব্যাক ইনিগো মার্তিনেসের করলেন দুর্দান্ত এক ট্যাকল। এই ৩৩ বছর বয়সী ডিফেন্ডার নিশ্চিত একটা গোল থেকে বাঁচিয়ে দিলেন দলকে। এই ট্যাকেলটা এতটাই মূল্যবান ছিল যে, বার্সা ম্যানেজার হান্সি ফ্লিক গোলের মতোই উদযাপন করলেন। মার্তিনেসের কল্যাণেই শনিবার (১২ এপ্রিল) লেগানেসের বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয় পেল বার্সা। লা লিগা শিরোপা জয়ের তুমুল লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল কাতালান জায়ান্টরা।
এই জয়ের ফলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২৪ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকা দলটি রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আছে। যদিও এক ম্যাচ কম খেলা রিয়াল রবিবার (১৩ এপ্রিল) আলাভেসের মুখোমুখি হচ্ছে।
আরো পড়ুন:
পেনাল্টি মিস করে বাজি হেরেছেন ভিনিসিয়ুস
ভিনির পেনাল্টি মিসে রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়ার পথে
লেগানেসের ঘরের মাঠ বুতারকে স্টেডিয়ামে ম্যাচের ৪৮ মিনিটে জর্জ সায়েঞ্জের আত্মঘাতী গোলে বার্সা এগিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের প্রান্তে মার্তিনেসের সেই অসাধারণ ট্যাকেলে মুনির এল হাদ্দাদির সমতাসূচক গোল ঠেকেয়ি দেওয়া সম্ভব হয়।
বার্সা কোচ হান্সি ফ্লিক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, “আমার কাছে সেরা মুহূর্ত গোল নয়। ইনিগোর শেষ মুহূর্তের সেই ট্যাকল ছিল অবিশ্বাস্য। আমি সেটা গোলের মতোই উদযাপন করেছি; সবাই করেছে। এটা খেলারই অংশ। আবারো একটি ক্লিন শিট, তিন পয়েন্ট। দারুণ লাগছে। আমি সত্যিই খুশি এবং আমার দল নিয়ে গর্বিত।”
লেগানেসের বিরুদ্ধে বার্সেলোনা অবশ্য তাদের সেরা ছন্দে ছিল না। ম্যাচের শুরুতেই লেগানেসের আদ্রিয়া আলতিমিরা একটি চমৎকার শট নিয়ে গোলচেষ্টার মাধ্যমে সেজেসনিকে পরীক্ষা করেছিলেন।
ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। যখন রাফিনহার ক্রস ঠেকাতে গিয়ে সায়েঞ্জ নিজদের জালে বল ঠেলে দেন। শেষ দিকে লেগানেস সমতায় ফেরার জন্য আক্রমণে ঝাঁপিয়ে পড়ে, তবে বার্সা নিজেদের জায়গায় অটল থাকে। বার্সার জার্মান কোচ বিশেষভাবে সন্তুষ্ট ছিলেন দলের লড়াইয়ের মানসিকতা দেখে।
ফ্লিক বলেন, “আজ আমরা যেভাবে ৯৪, ৯৫ মিনিট লড়েছি, সেটা অবিশ্বাস্য। খেলোয়াড়দের উপর গত কয়েক সপ্তাহে যে পরিমাণ ধকল গিয়েছে.
তবে এই জয়কে কিছুটা ম্লান করে দিয়েছে বার্সা লেফটব্যাক আলেহান্দ্রো বালদের চোট। ম্যাচের প্রথমার্ধেই তাকে মাঠ ছাড়তে হয়। ফ্লিক জানান, স্পেনের এই ডিফেন্ডারের ইনজুরির মাত্রা জানতে রবিবার স্ক্যান করা হবে।
বার্সা মঙ্গলবার (১৫ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। প্রথম লেগে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আল-আকসা মসজিদে সাত শতাধিক ইসরায়েলির ‘তাণ্ডব’
দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের কমপ্লেক্সে সোমবার (১৪ এপ্রিল) সাত শতাধিক অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারী তাণ্ডব চালিয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
আজ সোমবারের এই হামলা ছিল ইহুদি ধর্মীয় উৎসব পাসওভারের দ্বিতীয় দিনের অংশ হিসেবে সংগঠিত তাণ্ডব।
এক বিবৃতিতে জেরুজালেমের গভর্নরেট এই হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি পুলিশ বাহিনীর ভারী উপস্থিতিতে এই তাণ্ডব হয়েছে। ইহুদি বসতিরা সেখানে প্রবেশের সময় মসজিদের কমপ্লেক্সে ইসরায়েলি পুলিশ মোতায়েন ছিল।
আরো পড়ুন:
গাজা সিটির একমাত্র সচল হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
চোখের জলে ফিলিস্তিনিদের মুক্তি কামনায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সমাপ্ত
এর আগের দিন রবিবারও (পাসওভারের প্রথম দিনে) প্রায় ৫০০ জন অবৈধ বসতি স্থাপনকারী একইভাবে আল-আকসায় প্রবেশ করে ও তাণ্ডব চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী ইহুদি পাসওভার ছুটির আগে ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের উস্কানি কার্যকলাপ তীব্র করেছে।
পাসওভার হলো-ইহুদি ধর্মের অন্যতম পবিত্র উৎসব। এ উৎসব হজরত মূসা (আ.)-এর সময় মিসর থেকে ইসরায়েলিদের নির্গমন স্মরণে পালিত হয়।
ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলছে, গত মাসে আল-আকসা মসজিদে ২১বার 'তাণ্ডব' চালানো হয়েছে। জেরুজালেমের প্রশাসন জানিয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকেই মসজিদের কমপ্লেক্সে ১৩ হাজার ৬৪ ইহুদি বসতি অবৈধভাবে প্রবেশ করেছে।
২০০৩ সাল থেকে, ইসরায়েল শুক্র ও শনিবার বাদে প্রায় প্রতিদিনই বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করার অনুমতি দিয়েছে।
আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদি ধর্মাবলম্বীরা একে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে। তাদের দাবি, সেখানে তাদের প্রাচীন দুটি উপাসনালয় ছিল।
১৯৬৭ সালের আরব-ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল-আকসা অবস্থিত। ১৯৮০ সালে তারা পুরো শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনও স্বীকৃতি দেয়নি।
ঢাকা/ফিরোজ