ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ ৫৩ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

 

বিস্তারিত আসছে.

..

ঢাকা/মামুন/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্রতিষ্ঠার ৪৩ বছর উদযাপন করল এবি ব্যাংক

দেশেজুড়ে ব্যাংকের ১০৪টি শাখা ও ৫৭টি উপশাখায় আনন্দমুখর আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৪৩তম বার্ষিকী উদযাপন করেছে এবি ব্যাংক।

এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনসহ একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা রবিবার (১৩ এপ্রিল) ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম ও মো. এস্কান্দার মিয়া, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিভিন্ন শাখায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসব অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকরা তাদের বক্তব্যে ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী, শুভাকাঙ্ক্ষী ও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে ব্যাংকের প্রতি তাদের অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ দেন।

ঢাকা/সুমন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ