বয়স বাড়লে চেহারায় আসবে কতটা পরিবর্তন, চ্যাটজিপিটিতে যেভাবে দেখা যায়
Published: 13th, April 2025 GMT
চেহারায় বয়সের ছাপ পড়ে সময়ের সঙ্গে সঙ্গে। এ বাস্তবতা সবাই জানেন। তবে বয়স বাড়লে চেহারায় কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা আগেভাগেই দেখে নেওয়ার সুযোগ করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। জনপ্রিয় এআই মাধ্যম চ্যাটজিপিটির সাহায্যে এখন আগাম দেখে নেওয়া যাচ্ছে ৪০, ৫০ বা ৬০ বছর বয়সে মুখাবয়বে কী রকম পরিবর্তন ঘটতে পারে।
চ্যাটজিপিটির নতুন ছবি তৈরির সুবিধা ব্যবহার করে খুব সহজ কয়েকটি ধাপে ভবিষ্যতের সম্ভাব্য মুখচ্ছবি দেখে নেওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন একটি পরিষ্কার ছবি ব্যবহার করতে হবে। প্রথমে ব্যবহারকারীকে তাঁর সাম্প্রতিক একটি ছবি চ্যাটজিপিটিতে আপলোড করতে হবে।
ছবিটিতে যেন মুখমণ্ডল স্পষ্ট দেখা যায়, সেটি নিশ্চিত করতে হবে। পরিষ্কার ও স্পষ্ট ছবি আপলোড করার পর চ্যাটজিপিটিকে সুনির্দিষ্ট প্রম্পট দিতে হবে। কোন বয়সে নিজের চেহারা দেখতে চান, তা উল্লেখ করতে হবে। ‘ক্যান ইউ শো মি হোয়াট আই মাইট লুক লাইক ইন মাই ফোরটিস বেজড অন দিস ফটো’ এমন প্রম্পট দিতে হবে। কেউ চাইলে প্রম্পটে একসঙ্গে একাধিক বয়সও উল্লেখ করতে পারেন। প্রম্পট দেওয়ার পর চ্যাটজিপিটি ছবি প্রক্রিয়াকরণ শুরু করবে এবং কয়েক মিনিটের মধ্যেই বয়সভিত্তিক সম্ভাব্য মুখচ্ছবি তৈরি করে দেবে। তবে চ্যাটজিপিটি যে ছবি তৈরি করে, তা বাস্তব নয়। এটি একটি অনুমাননির্ভর ভবিষ্যদ্বাণী। বাস্তব জীবনে চেহারায় কী রকম পরিবর্তন আসবে, তা নির্ভর করে নানা স্বাস্থ্যগত ও পরিবেশগত বিষয়ের ওপর।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে বর্ষবরণে নানা আয়োজন
‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে নানা শ্রেণি পেশার মানুষ।
আজ সোমবার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হয় বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে জেলা প্রশান, প্রচ্ছদ, হিজিবিজি, সরকারি কলেজ, উদীচী, এনসিটিএফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন আলাদাভাবে শোভাযাত্রার আয়োজন করে।
জেলার ঐতিহ্য গরুর গাড়ি, পুতুল নাচ, চরের কৃষকদের নানা কথা উঠে আসে শোভাযাত্রার মোটিভগুলোতে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা শহরের কুড়িগ্রাম সরোবরে গিয়ে শেষ হয়। এছাড়াও সেখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কুড়িগ্রাম ইকো পার্কে পুতুল নাচ, ভেলাকোপা গ্রামে লাঠি খেলা, পাঁচগাছির ভেলুর বাজারে ঘোড়া খেলাসহ দিন্যবাপী বর্ষবরণের নানা আয়োজন জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। তবে বিগত কয়েকবছর ধরে জেলায় বৈশাখী মেলা না হওয়ায় কিছুটা অখুশি দেখা যায় জেলা শহরের বাসিন্দাদের মধ্যে।
জেলা শহরের বাসিন্দা হামিদুল হক বলেন, ‘প্রতিবছর কুড়িগ্রামে ধুম-ধাম করে বর্ষ বরণ হলেও, বিগত কয়েক বছর থেকে বৈশাখী মেলা হয় না, এটি হলে ভালো হতো।’
পুতুল নাচ দেখতে আসা জারা ইসলাম বলেন, ‘বাবার সঙ্গে প্রথম পুতুল নাচ দেখতে আসলাম, খুব ভালো লাগছে।’
হিজিবিজির সংগঠক রাজ্য জ্যোতি বলেন, ‘বর্ষ বরণের নানা আয়োজন কুড়িগ্রাম সরোবরে দিনব্যাপী চলবে। প্রশাসন থেকে সব ধরণের নিরাপত্তা দিচ্ছে।’