হাজারতম গোলের পথে আরো দুই ধাপ এগুলেন রোনালদো
Published: 13th, April 2025 GMT
ক্রিস্টিয়ানো রোনালদো দিচ্ছেন না কোন ইঙ্গিত, কোথায় গিয়ে তিনি তাঁর ক্যারিয়ার করবেন শেষ। তাঁর নামটাই যে এক রেশ। প্রথমার্ধেরে শেষ মুহুর্তে গোল হজম করে আল নাসর পিছিয়ে পড়েছিল। তবে রোনালদো মাঠে থাকতে কি তাঁর দলকে হারতে দিতে পারেন? ৪০ বছর বয়সী এই মহাতারকা করলেন জোড়া গোল। তাতেই শনিবার সৌদি প্রো লিগে নগরপ্রতিদ্বন্দ্বী (১২ এপ্রিল) আল রিয়াদকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর।
সৌদি প্রো লিগে ২৭ রাউন্ড শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ১ পয়েন্ট বেশি। অন্যদিকে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আল ইত্তিহাদ।
আরো পড়ুন:
রোনালদোর হোটেলে আগুন
রোনালদোর জোড়া গোলে হিলালের বিপক্ষে জয়খরা কাটাল নাসর
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাতীয় সংগীতে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা
রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
আজ সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল সাড়ে ৮টার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগমুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়।
নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ‘ফিলিস্তিনে, গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতি আমরা সংহতি জানাই। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে সকলকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।’
আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় আজকের অনুষ্ঠান। রমনা বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল