ফরিদপুরে মিক্সার প্লান্টে অগ্নিকাণ্ড, আহত ২ শ্রমিক
Published: 12th, April 2025 GMT
ফরিদপুরে সড়কের কাজে ব্যবহৃত পাথর, বিটুমিন ও গ্রিন অয়েল মিক্সারের সময় প্লান্টে বিস্ফোরণ ঘটে আগুন লেগে সব মালাপত্র পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়েছেন দুই শ্রমিক।
শুক্রবার ফরিদপুর বাইপাস সড়ক-সংলগ্ন জাহিদ সুপার মার্কেটের পেছনে মেসার্স জাহিদ মটর্সের স্লোপ প্লান্টে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দু’জনকে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শহরের ব্রাহ্মণকান্দা এলাকায় বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়কের কাজে ব্যবহৃত মিক্সার প্লান্ট স্থাপন করে। সেখানে পাথর, বিটুমিন ও গ্রিন অয়েল দিয়ে মিক্সিং করে সড়কের সংস্কার কাজ করা হয়ে থাকে। শুক্রবার দুপুরে মিক্সারের কাজ চলা অবস্থায় হঠাৎ প্লান্টের মটরে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। পাশে অবস্থিত জাহিদ শেখের আয়েশা অটোমোবাইলস ওয়ার্কশপ ও জাকির হোসেন মিন্টুর ওয়ার্কশপের দোকানে আগুন লেগে মালামাল পুড়ে যায়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ দুর্ঘটনায় কর্মরত শ্রমিক আলামিন ও মোকসেদ গুরুতর আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত আলামিনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাইলাডাঙ্গা গ্রামে ও মোকসেদের বাড়ি একই উপজেলার বকুলনগর গ্রামে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: আগ ন
এছাড়াও পড়ুন:
অভিষেকের ‘দানব’ হয়ে ওঠার ম্যাচে যত রেকর্ড
রান পাচ্ছিলেন না অভিষেক শর্মা। এর আগের ৫ ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৪ রানের। রান না পাওয়ার সব আক্ষেপ গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে মিটিয়েছেন এই ওপেনার। খেলেছেন ৫৫ বলে ১৪১ রানের ইনিংস। তাঁর এই সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদ ২৪৬ রানের লক্ষ্য ছুঁয়ে ম্যাচ জিতেছে। আর তাতে অনেক রেকর্ডের তালিকায় ঢুকে গেছে ম্যাচটি। যেসব রেকর্ড হলো সেটি দেখে নেওয়া যাক—১৪১আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের এটিই সর্বোচ্চ স্কোর। দেশি-বিদেশি মিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।২৪৬আইপিএলে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। সব টুর্নামেন্ট মিলিয়ে চতুর্থ। আইপিএলে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড পাঞ্জাব কিংসের। ২০২৪ সালে কলকাতার বিপক্ষে ২৬২ রান তাড়া করেছিল পাঞ্জাব।২৪৫আইপিএলে আগে ব্যাট করে এটি পাঞ্জাব কিংসের সর্বোচ্চ সংগ্রহ। দুই ইনিংস মিলিয়ে দ্বিতীয়।১০গতকাল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ১০ ছক্কার রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। হায়দরাবাদের হয়ে এক ইনিংসে ৮টি করে ছক্কা মেরেছেন ৬ জন।২৪অভিষেক কাল সব মিলিয়ে বাউন্ডারি মেরেছেন ২৪টি। আইপিএলে এক ইনিংসে এর চেয়ে বেশি বাউন্ডারি মেরেছেন শুধু ক্রিস গেইল। ২০১২ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০টি বাউন্ডারি মেরেছিলেন গেইল। যশস্বী জয়সোয়ালও ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২৪টি বাউন্ডারি মেরেছিলেন।১৯কাল অভিষেক ফিফটি পেয়েছেন ১৯ বলে। সানরাইজার্স হায়দরাবাদের কোনো ব্যাটসম্যানের এটি তৃতীয় দ্রুততম ফিফটি। আইপিএলে ২০ বলের কম খেলে অভিষেক ফিফটি করেছেন ৩ বার। এর চেয়ে বেশিবার ২০ বলের কমে আইপিএলে ফিফটি করেছেন শুধু নিকোলাস পুরান।৪০বলের দিক থেকে আইপিএলে এটি পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে এটি তৃতীয় দ্রুততম। তবে অভিষেকই প্রথম ব্যাটসম্যান, যাঁর ৪০ বল বা এর নিচে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩টি সেঞ্চুরি আছে।১৭১অভিষেক ও ট্রাভিস হেডের ১৭১ রানের ওপেনিং জুটি হায়দরাবাদের হয়ে আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ওপেনিং জুটি ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর। ২০১৯ সালে বেঙ্গালুরুর বিপক্ষে ওপেনিং জুটিতে ১৮৫ রান তুলেছিলেন ওয়ার্নার ও বেয়ারস্টো।‘ট্রাভিষেক’ জুটি কাল তুলেছে ১৭১ রান