তরুণের আত্মহত্যার পেছনে যৌতুকের চাপ!
Published: 12th, April 2025 GMT
মানিকগঞ্জে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আকাশ হোসেন (২১) নামের এক তরুণের ঝুলন্ত লাশ। শনিবার দুপুরে সদর উপজেলার মুকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তাঁর স্ত্রীর অভিযোগ, যৌতুক হিসেবে শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য আকাশকে চাপ দিচ্ছিল পরিবার। এ ক্ষোভ থেকেই দেড় মাস বয়সী এক ছেলে রেখেও গলায় দড়ি দিয়েছেন তিনি। যদিও আকাশের বাবা বিষয়টি অস্বীকার করেছেন।
প্রতিবেশীরা জানান, প্রেমের সম্পর্কের সূত্রে আড়াই বছর আগে আকাশ হোসেনের সঙ্গে সুরমা আক্তারের বিয়ে হয়। সুরমার পরিবার তাদের মেনে নিলেও আকাশের বাড়ির পরিবার বিয়ে মানতে রাজি হয়নি। ছয় মাস পর তারা সম্পর্ক মেনে নিলেও যৌতুকের জন্য চাপ দিতে থাকে।
সুরমা আক্তারের ভাষ্য, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই ছিল। যৌতুক এনে না দেওয়ায় ছয় মাস আগে তাঁকে ও তাঁর স্বামীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তখন আকাশকে নিয়ে বাবার বাড়িতে চলে যান সুরমা। এরই মধ্যে তাদের ছেলে সন্তান হয়।
তিনি বলেন, ‘আমার স্বামীকে তাঁর বাবা-মা সবকিছু মেনে নেবে বলে ঈদের পর বাড়িতে ডেকে নেন। এর পর আবারও তাঁকে দিয়ে যৌতুকের জন্য চাপ দেন। তাদের মানসিক নির্যাতনে সে (আকাশ) আত্মহত্যা করেছে। দেড় মাসের ছেলে সন্তান নিয়ে আমি এখন কোথায় গিয়ে উঠব?’
আকাশের বাবা ফারুক হোসেনের দাবি, তারা যৌতুকের জন্য চাপ দেননি। ছেলের সঙ্গে স্ত্রীর সম্পর্কের অবনতি থেকেই এই ঘটনা ঘটেছে।
মানিকগঞ্জ সদর থানার এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত হয়েছে। লাশটিকে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন তারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম ন কগঞ জ য ত ক র জন য চ প দ
এছাড়াও পড়ুন:
অভিষেকের ‘দানব’ হয়ে ওঠার ম্যাচে যত রেকর্ড
রান পাচ্ছিলেন না অভিষেক শর্মা। এর আগের ৫ ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৪ রানের। রান না পাওয়ার সব আক্ষেপ গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে মিটিয়েছেন এই ওপেনার। খেলেছেন ৫৫ বলে ১৪১ রানের ইনিংস। তাঁর এই সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদ ২৪৬ রানের লক্ষ্য ছুঁয়ে ম্যাচ জিতেছে। আর তাতে অনেক রেকর্ডের তালিকায় ঢুকে গেছে ম্যাচটি। যেসব রেকর্ড হলো সেটি দেখে নেওয়া যাক—১৪১আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের এটিই সর্বোচ্চ স্কোর। দেশি-বিদেশি মিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।২৪৬আইপিএলে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। সব টুর্নামেন্ট মিলিয়ে চতুর্থ। আইপিএলে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড পাঞ্জাব কিংসের। ২০২৪ সালে কলকাতার বিপক্ষে ২৬২ রান তাড়া করেছিল পাঞ্জাব।২৪৫আইপিএলে আগে ব্যাট করে এটি পাঞ্জাব কিংসের সর্বোচ্চ সংগ্রহ। দুই ইনিংস মিলিয়ে দ্বিতীয়।১০গতকাল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ১০ ছক্কার রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। হায়দরাবাদের হয়ে এক ইনিংসে ৮টি করে ছক্কা মেরেছেন ৬ জন।২৪অভিষেক কাল সব মিলিয়ে বাউন্ডারি মেরেছেন ২৪টি। আইপিএলে এক ইনিংসে এর চেয়ে বেশি বাউন্ডারি মেরেছেন শুধু ক্রিস গেইল। ২০১২ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০টি বাউন্ডারি মেরেছিলেন গেইল। যশস্বী জয়সোয়ালও ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২৪টি বাউন্ডারি মেরেছিলেন।১৯কাল অভিষেক ফিফটি পেয়েছেন ১৯ বলে। সানরাইজার্স হায়দরাবাদের কোনো ব্যাটসম্যানের এটি তৃতীয় দ্রুততম ফিফটি। আইপিএলে ২০ বলের কম খেলে অভিষেক ফিফটি করেছেন ৩ বার। এর চেয়ে বেশিবার ২০ বলের কমে আইপিএলে ফিফটি করেছেন শুধু নিকোলাস পুরান।৪০বলের দিক থেকে আইপিএলে এটি পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে এটি তৃতীয় দ্রুততম। তবে অভিষেকই প্রথম ব্যাটসম্যান, যাঁর ৪০ বল বা এর নিচে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩টি সেঞ্চুরি আছে।১৭১অভিষেক ও ট্রাভিস হেডের ১৭১ রানের ওপেনিং জুটি হায়দরাবাদের হয়ে আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ওপেনিং জুটি ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর। ২০১৯ সালে বেঙ্গালুরুর বিপক্ষে ওপেনিং জুটিতে ১৮৫ রান তুলেছিলেন ওয়ার্নার ও বেয়ারস্টো।‘ট্রাভিষেক’ জুটি কাল তুলেছে ১৭১ রান